লিভারপুলের শীর্ষে ওঠার ম্যাচে সালাহর ২০০ গোল

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৩, ২১:১০
শেয়ার :
লিভারপুলের শীর্ষে ওঠার ম্যাচে সালাহর ২০০ গোল

পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল। এ জয়ে লিগের টেবিলে শীর্ষে উঠল ইয়ুর্গেন ক্লপের শিষ্যারা। যদিও আজ অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে আর্সেনাল জিতলে শীর্ষস্থানে উঠবে গানাররা।

আজ শনিবার প্যালেসের মাঠ সেলহর্স্ট পার্কে খেলতে নামে লিভারপুল। যেখানে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে ৫৭তম মিনিটে পেনাল্টি গোলে পিছিয়ে পড়ে অলরেডরা। জেন ফিলিপি মাতেতাকে বক্সের ভেতর ফাউল করেন ডিফেন্ডার জে. কোয়ানসাহ। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে গোল করতে ভুল করেননি মাতেতা।

তবে খেলার ৭৫তম মিনিটে জর্ডান আয়েউ লাল কার্ড দেখলে ১০ জনে দলে পরিণত হয় প্যালেস। ঠিক এর পরের মিনিটেই অলরেডদের সমতায় ফেরান মোহামেদ সালাহ। লিভারপুলের জার্সিতে এটি তার ২০০তম গোল এবং প্রিমিয়ার লিগে ১৫০তম।

যোগ করা সময়ের প্রথম মিনিটে জয়সূচক গোল পায় লিভারপুল। সালারহ পাস থেকেই বাঁকানো শটে দারুণ এক গোল করেন হার্ভে এলিয়ট।

১৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।