এটা ডাহা মিথ্যা, নাসুমের চড়-কাণ্ড প্রসঙ্গে পাপন

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৩, ১৭:১৩
শেয়ার :
এটা ডাহা মিথ্যা, নাসুমের চড়-কাণ্ড প্রসঙ্গে পাপন

ভারত বিশ্বকাপে সেমিফাইনলে খেলার আশা নিয়ে গিয়েছিল বাংলাদেশ। তবে সমর্থকদের হতাশ করে টাইগাররা। গ্রুপ পর্বে ৯ ম্যাচের মধ্যে মাত্র ২টি জিতে বিদায় নিতে হয়। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের কারণ খতিয়ে দেখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করেছিল।

এই কমিটি ক্রিকেটার নাসুম আহমেদের সঙ্গে কথা বলেছেন। তবে নাসুমের ব্যাপারটি একটু ভিন্ন। কেননা দেশের একটি বেসরকারি টিভিতে প্রতিবেদন করা হয়, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে থেকে নাকি এই স্পিনার শারীরিক আঘাতের শিকার হয়েছিলেন। তবে এ নিয়ে এখনো কেউ আনুষ্ঠানিক অভিযোগ জানায়নি।

এমনকি সেই প্রতিবেদনে বলা হয়েছিল, নাসুমের চড় মারার বিষয়টি জানতে পেরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নাকি কলকাতায় গিয়ে হেড কোচকে শাসিয়েছেন। তবে এসব খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বিসিবি বস। আজ শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট হারার পর গণমাধ্যমে মুখোমুখি হয়ে পাপন এমনটি জানান।

পাপন বলেন, ‘আমি আসলে অনুষ্ঠানটা দেখিনি। আমি তো জানি এটা ডাহা মিথ্যা, এরপর আর তো আমার কিছু বলার নাই। যে জিনিসটা আমি মিথ্যা, এটা নিয়ে কথা বলবো কেন। আমি কোনোদিনই শুনিনি এমন কিছু। আমি এ ধরনের কোনো কথাই শুনিটি একটা টিভিতে প্রচার করার আগে।’

এ ধরনের ঘটনায় ভুল তথ্য ছড়িয়ে পড়ে কি না এমন প্রশ্ন করা হয় বিসিবি সভাপতির কাছে। তিনি তখন বলেন, ‘আমি এটা তো বলতে পারবো না। এ প্রশ্ন আমাকে করাটা কঠিন।’