বিশ্বকাপে ফাইনালে ভারতের হারও ‘প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের মতো’

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৩, ১৩:০৬
শেয়ার :
বিশ্বকাপে ফাইনালে ভারতের হারও ‘প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের মতো’

সবশেষ বিশ্বকাপের গ্রুপপর্বের সবগুলো ম্যাচে ও সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেলেও ফাইনালে গিয়ে খেই হারায় ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে হেরে তৃতীয়বারের মতো শিরোপা উচিয়ে ধরতে ব্যর্থ হয় দলটি। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস মনে করেন, শিরোপা জিততে না পারার কষ্টে এখনো হৃদয় পুড়ছে ভারতের। 

বিশ্বকাপের শোক ভারত ভুলতে পারবে কি না এমন প্রসঙ্গে ডু প্লেসিস বলেন, ‘এটি বড় একটি চ্যালেঞ্জ। ক্রিকেটার হিসেবে এমন অভিজ্ঞতার মুখোমুখি আমিও হয়েছি, যখন ২০১৫ বিশ্বকাপে আমরা সাফল্য-ব্যর্থতার রেখায় চলেছি। হৃদয়ের এই ব্যথা ভুলতে বেশ সময় লাগে, এটি প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের মতো। আপনি সহসাই এটি কাটিয়ে উঠতে পারবেন না। এই বিশ্বকাপে ভারত যেভাবে খেলেছি সেটি অসাধারণ ছিল। তারা নিজেদের কাজটি যেভাবে করেছে সেটি ছিল অবিশ্বাস্য। তারাও (ভারত) একই রকম অনুভব করবে এবং তাদের মন ভাঙবে। এই বিশ্বকাপ জয়ের দল ছিল ভারত। এটি ভুলতে একটু সময় নেবে এবং সময়ই সব ঠিক করে দিবে।’

আরও পড়ুন:ভারত বিশ্বকাপের কোন পিচকে কেমন রেটিং দিল আইসিসি

ঘরের মাঠে এবারের বিশ্বকাপে বলে-ব্যাটে অনন্য পারফরম্যান্স দেখিয়েছেন ভারতের ক্রিকেটাররা। ব্যাট হাতে টুর্নামেন্টের সর্বোচ্চ রান তুলেছেন বিরাট কোহলি (৭৬৫)। বল হাতেও সর্বোচ্চ ২৪ উইকেট শিকার করেছেন দেশটির পেসার মোহাম্মদ শামিও। এমনকি টুর্নামেন্ট শেষে আইসিসির ঘোষিত টুর্নামেন্টসেরা দলেও ছিল ভারতীয় ক্রিকেটারদের জয়জয়কার। শুধু ভাগ্যে পক্ষে না থাকায় ফাইনালে বাধা ভারত পার হতে পারেনি বলেই মনে করেন বেশিরভাগ ক্রিকেটবিশ্লেষক।