জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪২-৪৮ শতাংশ স্নাতকধারী বেকার
বিআইডিএসের প্রতিবেদন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলো থেকে স্নাতক পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৪২ থেকে ৪৮ শতাংশই বেকারত্বে ভুগছেন। ২০২১ সালে এ হার ছিল ৬৬ শতাংশ। গতকাল শুক্রবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক জরিপ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
রাজধানীর একটি হোটেলে সরকারি এ গবেষণা সংস্থাটির বার্ষিক সম্মেলন চলাকালে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, ৬১টি কলেজের প্রত্যেকটির অধ্যক্ষ এবং ১৩৪০ শিক্ষার্থীর সাক্ষাৎকারের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে। জরিপে আরও বলা হয়, এসব বেকারের মধ্যে ৩০ শতাংশেরও বেশি বিএ পাস করেছিলেন। ২৩ শতাংশের মতো শিক্ষার্থী পলিটিক্যাল সায়েন্স থেকে স্নাতক করেছেন। লাইব্রেরি ম্যানেজমেন্টে পাস করেছেন প্রায় ২১ শতাংশ এবং ১৬-১৭ শতাংশ পাস করেছেন ইসলামের ইতিহাস ও
আরও পড়ুন:
একে আবদুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী
বাংলায়। ইংরেজি, অর্থনীতি ও হিসাববিজ্ঞানের শিক্ষার্থীরা বেকারত্বের শিকার হয়েছেন কম। আর সামাজিক বিজ্ঞান এবং ফিন্যান্স ও ব্যাংকিংয়ে ¯œাতকধারীদের প্রায় ১ শতাংশ বেকার।