আর্জেন্টিনায় নিজের ভবিষ্যৎ নিয়ে এবার যা বললেন স্কালোনি

স্পোর্টস ডেস্ক
০৮ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৪
শেয়ার :
আর্জেন্টিনায় নিজের ভবিষ্যৎ নিয়ে এবার যা বললেন স্কালোনি

গত মাসেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওলেন স্কালোনি জানিয়েছিলেন, ভবিষ্যৎ (আর্জেন্টিনার কোচ হিসেবে) নিয়ে ভাবছেন তিনি। গুঞ্জন ছিল, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া ও অধিনায়ক লিওনেল মেসির সঙ্গে সম্পর্কের অবনতির জেরে দায়িত্ব ছাড়ার চিন্তাভাবনা করছেন স্কালোনি। 

অবশেষে নীরবতা ভেঙেছেন স্কালোনি। জানিয়েছেন, তাপিয়ার সঙ্গে কোনো সমস্যা নেই তার। তবে আর্জেন্টিনার হয়ে কোচিং চালিয়ে যাবেন কি না সেটি নিয়ে এখনো ভাবছেন তিনি। ২০২৪ কোপা আমেরিকার ড্র অনুষ্ঠানের পর একথা বলেন স্কালোনি। খবর জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইট গোল ডটকমের। 

স্কালোনি বলেন, ‘আমি এখানে কারণ আমি এখনো কোচ। কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়ে এখনো ভাবছি। ব্রাজিলের ম্যাচের পর আমি বলেছি, এখন ভাবার সময় এবং আমি এখনো সেই অবস্থানেই আছি। আমি ঠান্ডা মাথায় চিন্তা করছি, কীভাবে চলছে সবকিছু, নতুন করে শুরু করব বা কি। খেলোয়াড়রা খুবই ভালো করছে এবং তারা এমন একজন কোচ চায় যার বড় আকাঙ্ক্ষা আছে, কর্মশক্তি আছে।’

তাপিয়ার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে স্কালোনি বলেন, ‘প্রেসিডেন্ট তাপিয়ার সঙ্গে সম্পর্ক সবসময়ই ভালো ছিল। ভবিষ্যৎ নিয়ে ভাবার সিদ্ধান্তটা একান্তই আমার এবং কোচিং স্টাফদের। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের পর মেসির সঙ্গে কথা বলেছি। সে অধিনায়ক এবং আমার তার সঙ্গে দারুণ একটি সম্পর্ক রয়েছে। আমি তাপিয়ার সঙ্গে সঙ্গেও কথা বলেছি এখানে।’

২০১৮ সালে আর্জেন্টিনা শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর কোচের পদ থেকে ছাটাই করা হয় হোর্হে সাম্পাওলিকে। এরপরই দায়িত্ব নেন স্কালোনি। দলকে ২০২১ সালে কোপা আমেরিকা ও ২০২২ বিশ্বকাপের শিরোপা জেতান তিনি। গোল ডটকমের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় পরের বছরের কোপা আমেরিকায় নিশ্চিতভাবেই থাকছেন স্কালোনি।