ভারত বিশ্বকাপের কোন পিচকে কেমন রেটিং দিল আইসিসি
আইসিসির টুর্নামেন্টগুলোতে সাধারণত পিচ তৈরি করা হয় নিরপেক্ষভাবেই। তবে এবারের ভারত বিশ্বকাপে পিচ নিয়ে তৈরি হয়েছিল বেশ কিছু বিতর্ক। বিশ্বকাপ ফাইনালের পিচ নিয়ে শোয়েব আখতারসহ হতাশা প্রকাশ করেছেন অনেকেই। এবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও জানিয়ে দিল, ফাইনালের পিচ অত ভালো নয় বরং গড়পড়তা মানের ছিল।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের সেই ফাইনালে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৪০ রানেই অলআউট হয় ভারত। পরে ট্রাভিস হেডের ১৩৭ রানের ওপর ভর করে ৭ ওভার বাকি থাকতেই লক্ষ্য পেরিয়ে যায় অজিরা। ফাইনালের সেই ধীরগতির ও মন্থর পিচকে আইসিসির ম্যাচ রেফারি ও জিম্বাবুয়ের সাবেক ব্যাটার অ্যান্ডি পাইক্রফট মূল্যায়ন করেছেন ‘গড়পড়তা’ হিসেবে। যদিও মাঠের আউটফিল্ডকে ‘খুব ভালো’ বলে উল্লেখ করেছেন তিন।
লিগ ম্যাচে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের খেলা যেসব মাঠে হয়েছে, অর্থাৎ কলকাতা, লক্ষনৌ, আহমেদাবাদ ও চেন্নাইয়ের পিচকেও ‘গড়পড়তা’ হিসেবে মূল্যায়ন করেছে আইসিসি।
যদিও, নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সেমিফাইনালের মাঠ মুম্বাইয়ের ওয়াংখেড়েকে ‘ভালো’ রেটিং দিয়েছে আইসিসি। ইডেন গার্ডেনসের পিচকে ‘গড়পড়তা’ বললেও আইসিসির ম্যাচ রেফারি ও ভারতের সাবেক পেসার জাভাগল শ্রীনাথ মাঠের আউটফিল্ডকে ‘খুব ভালো’ রেটিং দিয়েছেন।
ইডেন গার্ডেনসে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৪৯ ওভার ২ বলে মাত্র ২১২ রানেই অলআউট করে দিয়েছিল অস্ট্রেলিয়া। কম রানের এই লক্ষ্যে জয় পেতেও ৭ উইকেট হারিয়ে ৪৭ ওভার ২ বল পর্যন্ত খেলতে হয়েছে অজিদের।