শচীনের রেকর্ড ভাঙতে পারবেন কোহলি? লারা যা বললেন
সর্বশেষ বিশ্বকাপটা দারুণভাবে রাঙিয়েছেন ভারতের ব্যাটার বিরাট কোহলি। ফাইনালে গিয়ে দলকে শিরোপা জেতাতে না পারলেও আপন আলোয় উজ্জ্বল ছিলেন ভারতের সাবেক এই অধিনায়ক। শচীন টেন্ডুলকারকে (৬৭৩) পেছনে ফেলে ওয়ানডে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের (৭৬৫) রেকর্ড গড়েছেন।
বিশ্বকাপে ৩টি সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। এর মাধ্যমে ছাড়িয়ে গেছেন ওয়ানডেতে শচীনের ৪৯টি সেঞ্চুরির রেকর্ডকে। তবে সব সংস্করণের ক্রিকেট মিলিয়ে শচীনের সেঞ্চুরি সংখ্যা ১০০টি। যেখানে বেশ পিছিয়ে কোহলি। ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারের সব সংস্করণে সেঞ্চুরি সংখ্যা ৮০টি।
এখনো দারুণ ফিট কোহলি। তবে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা বিশ্বাস করেন, বিরাট কোহলির জন্য ১০০ সেঞ্চুরি পাওয়া অনেক কঠিন হবে।
আনন্দবাজার পত্রিকাকে লারা বলেন, ‘কোহলির বয়স কত এখন? ৩৫, ঠিক তো? তার ৮০টি শতক আছে কিন্তু এখনো ২০টি দরকার। যদি সে প্রত্যেক বছরে পাঁচটি সেঞ্চুরি করে তাহলেও শচীনকে ছুঁতে আরও চার বছর লাগবে। কোহলির তখন বয়স হবে ৩৯। কঠিন কাজ, খুবই কঠিন কাজ।’
লারা আরও বলেন, ‘নিশ্চিত করে কিছু বলতে পারছি না যে কেউ পারবে না (১০০ সেঞ্চুরি করতে)। যারা বলে তারা ক্রিকেটীয় যুক্তি ব্যবহার করে না। ২০ সেঞ্চুরি অনেক বেশি মনে হচ্ছে। বেশিরভাগ ক্রিকেটার পুরো ক্যারিয়ারেই সেটি করতে পারে না।... কোহলি আরও অনেক রেকর্ড ভাঙবে কিন্তু ১০০ সেঞ্চুরির রেকর্ড তার মধ্যে সবচেয়ে কঠিন।’