কেন রোনালদো ‘১ নম্বর’, বুঝেছেন তার সাবেক কোচ

স্পোর্টস ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৩, ১৯:০৯
শেয়ার :
কেন রোনালদো ‘১ নম্বর’, বুঝেছেন তার সাবেক কোচ

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। তবে কারো কারো মতে, পর্তগিজ এই তারকাই সর্বকালের সেরা। সেই দলে আছেন ইতালির সাবেক মিডফিল্ডার ও জুভেন্টাসে থাকাকালীন রোনালদোর সাবেক কোচ আন্দ্রেয়া পিরলো। 

২০২০-২১ সালে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের কোচ ছিলেন পিরলো। তার অধীনে এক বছরসহ ক্লাবটিতে তিন বছর খেলেছেন রোনালদো। এই সময়ে ক্লাবের খ্যাতি বাড়াতে দারুণ অবদান এই পর্তুগিজের। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী সংখ্যা ৫ কোটি থেকে বেড়ে হয়েছে ১১ কোটিরও বেশি। 

যদিও ক্লাবকে আকাঙ্খিত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাতে পারেননি রোনালদো। তবে দুইবার সিরিএ ট্রফি জিততে জুভেন্টাসের হয়ে বড় অবদান রেখেছেন বর্তমানে আল-নাসরে খেলা আক্রমণভাগের এই খেলোয়াড়। 

জুভেন্টাসকে কোচিং করানো পিরলোর অনুভূতি, ‘জুভেন্টাসকে কোচিং করানো দারুণ একটি অভিজ্ঞতা ছিল। তরুণ ও নতুন খেলোয়াড়দের নিয়ে ছিল সেই যাত্রা। আমার কোনো আক্ষেপ নেই।’

রোনালদোকে নিয়ে সাবেক এই মিডফিল্ডারের ভাষ্য, ‘রোনালদোকে কোচিং করিয়ে উপলব্ধি করেছি, কীভাবে সে বিশ্বের ১ নম্বর (ফুটবলার) হয়েছে। পেশাদারিত্বের জায়গা থেকে সে সবদিক দিয়েই আদর্শ; খাওয়া-দাওয়া থেকে শুরু করে, নিজেকে ফিরে পাওয়া বা অনুশীলন।’

রোনালদো শুধু জুভেন্টাসের সমর্থকই বাড়াননি বরং আয়ও বাড়িয়েছেন বহুগুণ। ফোর্বসের তথ্য অনুযায়ী, ‘২০১৮-১৯ সালে রোনালদোর প্রথম মৌসুমে স্বাভাবিক উৎস (স্টেডিয়াম, বাণিজ্যিক চুক্তি ও মার্চেন্ডাইজিং) থেকে জুভেন্টাসের আয় প্রায় ৫৮ মিলিয়ন ইউরো। আগের বছরের তুলনায় যা প্রায় দ্বিগুণ। এই মৌসুমে ক্লাবটির ১ মিলিয়ন জার্সি বিক্রি হয়েছে। দ্বিতীয় মৌসুমে রোনালদোর উপস্থিতির কারণেই জিপ এবং অ্যাডিডাসের সঙ্গে জুভের চুক্তি নবায়ন হয়।