মেননের চেয়ে সাবেক সহকারীর আয় ৪৬ গুণ বেশি

বরিশাল ব্যুরো ও বাবুগঞ্জ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
মেননের চেয়ে সাবেক সহকারীর আয় ৪৬ গুণ বেশি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে প্রার্থী হয়েছেন ঢাকা-৮ আসনের বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যুবমৈত্রীর সাবেক সহসভাপতি আতিকুর রহমান। তিনি মেননের সাবেক ব্যক্তিগত সহকারী।

মনোনয়নপত্রের সঙ্গে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দেওয়া এই দুই প্রার্থীর হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, রাশেদ খান মেননের চেয়ে তার সাবেক সহকারীর আয় ৪৬ গুণ বেশি। মেননের বার্ষিক আয় ৭ লাখ টাকারও কম। আর প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমানের বার্ষিক আয় প্রায় সোয়া ৩ কোটি টাকা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করা হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, রাশেদ খান মেনন চাকরি থেকে বছরে আয় করেন ৬ লাখ ৬০ হাজার টাকা। বছরে অন্যান্য আয় দেখিয়েছেন ৬ হাজার ৩৪৫ টাকা।

আর সাবেক যুবমৈত্রী নেতা আতিকুর রহমান ব্যবসা থেকে তার বছরে আয় দেখিয়েছেন ৩ কোটি ৬ লাখ ৮৪২ টাকা, বাড়ি ভাড়া থেকে আয় দেখিয়েছেন ৫ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা।

রাশেদ খান মেননের নিজ ও স্ত্রীর নামে শেয়ার ও সঞ্চয়পত্র আছে ৬০ লাখ ৬০ হাজার টাকার; আতিকুর রহমানের শেয়ার ও সঞ্চয়পত্র রয়েছে ১ কোটি ৮০ লাখ ১৪ হাজার ২৫৪ টাকার।

রাশেদ খান মেননের নিজের নগদ অর্থ আছে ১ কোটি ৯ লাখ ৪৯ হাজার ৯৭১ টাকা। তার স্ত্রীর নামে রয়েছে ১ লাখ ৭৫ হাজার ৩৭৮ টাকা। অন্যদিকে আতিকুর রহমানের নগদ কোনো অর্থ নেই।

রাশেদ খান মেননের ব্যাংকে জমা নিজ নামে ১৪ লাখ ৬০০ টাকা, স্ত্রীর নামে ১৪ লাখ ৩৩ হাজার ৪৭৭ টাকা। আতিকুর রহমানের ব্যাংকে জমা নিজ নামে ৫ হাজার টাকা, স্ত্রীর নামে ৫ লাখ ২৯ হাজার ৫৪৬ টাকা।

রাশেদ খানের দুটি গাড়ি আছে, যার একটি নিজ নামে, মূল্য ৪৪ লাখ ৭৫ হাজার টাকা। অন্যটি স্ত্রীর নামে, মূল্য ১ কোটি ১০ লাখ ৬ হাজার ৮০০ টাকা। আতিকুর রহমানের গাড়ি একটি, মূল্য ২৪ লাখ ৬৪ হাজার টাকা।

রাশেদ খান মেননের নিজ কিংবা স্ত্রীর কোনো স্বর্ণালংকার নেই। তবে আতিকুর রহমানের স্ত্রীর ৩০ ভরি স্বর্ণালংকার রয়েছে। মেননের স্ত্রীর নামে একটি বাড়ি আছে। মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৮০ হাজার ২৪০ টাকা। তবে আতিকুর রহমানের যে বাড়ি আছে তার মূল্য দেখানো হয়েছে ৫ কোটি ৫৪ লাখ ৫৫ হাজার ৭৯৬ টাকা।

রাশেদ খান মেনন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী থাকাকালীন আতিকুর তার ব্যক্তিগত সহকারী ছিলেন।

বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, আতিকুর রহমান একসময় রাশেদ খান মেননের সঙ্গে সঙ্গে থাকতেন। তাকে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পরিচালকও বানিয়েছিলেন। তবে তিনি রাশেদ খান মেননের ব্যক্তিগত সহকারী ছিলেন না।