বাংলাদেশের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ল কাবরেরার
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) চুক্তি ছিল ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। সেটি এক বছর বাড়িয়ে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের অন্যতম সহ-সভাপতি এবং জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। নতুন চুক্তিতে কাবরেরার বেতন বেড়েছে বলেও জানান তিনি।
সাম্প্রতিক সময়ে কাবরেরার অধীনে বেশ ভালো করছে বাংলাদেশ। গত অক্টোবরে মালদ্বীপকে পেছনে ফেলে জায়গা করে নিয়েছে বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে। সাফেও দুর্দান্ত পারফরম্যান্স দেখায় কাবরেরার অধীন বাংলাদেশ দল। ১৪ বছর পর খেলে সেমিফাইনালে।
বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডেও খারাপ খেলছে না বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাঠে বিধ্বস্ত হলেও ঘরের মাঠে রুখে দিয়েছে শক্তিশালী লেবাননকে। আগামী বছরের মার্চে লেবানন ও ফিলিস্তিনের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আর জুনে ফিলিস্তিন ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘আই’ গ্রুপে বাংলাদেশের শেষ দুই ম্যাচ।
কাবরেরার অধীনে এখনো পর্যন্ত ১৩টি ম্যাচ খেলেচে বাংলাদেশ। যেখানে ৫টিতেই জয়ের মুখ দেখেছেন জামাল ভূঁইয়া-শেখ মোরসালিনরা। এছাড়া সমান ৪টি করে ম্যাচে ড্র ও হারের মুখ দেখেছে বাংলাদেশ।