মুশফিকের আউট নিয়ে কৌতুক করল কলকাতা পুলিশ

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৩, ১৮:৩৫
শেয়ার :
মুশফিকের আউট নিয়ে কৌতুক করল কলকাতা পুলিশ

মিরপুরের শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয়টির প্রথম দিনে অদ্ভূতভাবে আউট হয়ে আলোচনায় বাংলাদেশের ব্যাটার মুশফিকুর রহিম। 

কাইল জেমিসনের করা চতুর্থ বলে সলিড ডিফেন্স করেন মুশফিকুর রহিম। কিন্তু বল মাটিতে পড়ে পেছনে চলে যাওয়ার সময় হাত দিয়ে থামান মুশফিক। পরে নিউজিল্যান্ড ফিল্ডাররা আবেদন করলে থার্ড আম্পায়ারের নির্দেশে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ নিয়মে আউট দেখানো হয় তাকে। প্রথম বাংলাদেশি হিসেবে এমন ‘বিরল’ আউটের শিকার হলেন মুশফিক। যদিও বলটি স্টাম্পের দিকে যাচ্ছিল না।

বিষয়টি নিয়ে নানা জায়গায়ই চলছে আলোচনা-সমালোচনা। মুশফিকের সতীর্থ ও আজ ধারাভাষ্য দিতে আসা তামিম তো বলেই ফেললেন, ‘৮০টিরও বেশি টেস্ট খেলেছে মুশফিক। তার জানা উচিত ছিল এটা করা যায় না।’

আরও পড়ুন: শেষ বিকেলে মিরাজ-তাইজুলের তোপে প্রথম দিন বাংলাদেশের

এদিকে, বিষয়টি নিয়ে একপ্রকার কৌতুকই করল কলকাতা পুলিশ। সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে কলকাতা পুলিশ মুশফিকের হাত দিয়ে বল ধরার ছবি জুড়ে দিয়ে প্রতারণা থেকে বাঁচতে নিজেদের নাগরিকদের কৌতুকপূর্ণ সতর্কবার্তা জারি করেছে।

 ফেসবুকে দেওয়া সেই পোস্টে কলকাতা পুলিশ লিখেছে ‘লিঙ্ক হোক বা বল, ছুঁলেই গ্যাড়াকল।’ পোস্টের সঙ্গে লোভনীয় ক্যাশ ব্যাক অফারের একটি ম্যাসেজ লিঙ্ক নমুনা হিসেবে যুক্ত করেছে পশ্চিমবঙ্গের ওই পুলিশ অফিস।