নাসুমকে চড় মারার প্রশ্নে রেগে গেলেন হাথুরু

স্পোর্টস ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৩
শেয়ার :
নাসুমকে চড় মারার প্রশ্নে রেগে গেলেন হাথুরু

ভারতে বিশ্বকাপ চলাকালীন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংয়ের বিরুদ্ধে ক্রিকেটার নাসুম আহমদেকে চড় মারার অভিযোগ উঠেছে। এ বিষয়ে এতদিন কেউই মুখ খোলেনি। অবশেষে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়লেন হাথুরু। তবে এমন প্রশ্নে রেগে গেলেন এই শ্রীলংকান। তিনি জানান, তাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

আজ মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন হাথুরু। তিনি বেশ হাসিমুখেই সংবাদ সম্মেলন শেষ করার পথেই ছিলেন। তবে নাসুমকে চড় মারা প্রসঙ্গে প্রশ্ন করতেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন। তিনি বলেন, 'যারা আমাকে একটু হলেও জানে, তারা জানে এরকম কিছু করার মতো মানুষ আমি কিছুতেই নই।'

এর আগে দেশের কিন্তু একটি বেসরকারি টেলিভিশনে এ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে সমর্থকদের মধ্যে।

সংবাদমাধ্যমে প্রকাশের বিষয়টি নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন হাথুরু, 'আপনাদের মিডিয়ার মান খুবই নিম্ন পর্যায়ের। ' এরপর তাকে সরাসরি প্রশ্ন করা হয়, 'আপনি কি নাসুমকে চড় মেরেছিলেন?' জবাবে ক্ষোভে ফুঁসতে থাকা হাথুরুর জবাব ছিল, 'তুমি কি পাগল হয়েছো?'

এমনকি এরপর হাথুরুর মুখ থেকে 'রাবিশ, 'বুলশিট' ধরনের শব্দ অবিরাম ছুটতে থাকে। সেদিন আসলে কী ঘটেছিল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'কী ঘটেছে আমি জানিই না! যারা সেদিন সেখানে উপস্থিত ছিল, তাদের জিজ্ঞাসা করুন। বুলশিট।'