নাসুমের সঙ্গে কথা বলল বিসিবির তদন্ত কমিটি
সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের কারণ খতিয়ে দেখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছিল। বিসিবির পরিচালক এনায়েত হোসেনের নেতৃত্বে আরও দুই পরিচালক মাহবুবুল আনাম ও আকরাম খানকে নিয়ে গঠিত বিশেষ কমিটি গত পরশু আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে।
তদন্তের প্রথম দিন তারা ডেকেছিলেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুল বাশার এবং বিশ্বকাপ দলে থাকা দুই ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ও লিটন দাসকে। গতকাল ক্রিকেটার নাসুম আহমেদ দিয়েছেন নিজের ব্যাখ্যা।
তবে নাসুমের ব্যাপারটি একটু ভিন্ন হতে পারে। কেননা নানা মহলে প্রশ্ন উঠেছে, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে থেকে নাকি এই স্পিনার শারীরিক আঘাতের শিকার হয়েছিলেন। তবে এ নিয়ে এখনো কেউ আনুষ্ঠানিক অভিযোগ জানায়নি।
দ্বিতীয় দিনে বিশেষ কমিটির সামনে হাতি স্পিনার নাসুম আহমেদ ছাড়াও হাজির হন দলের ম্যানেজার রাবীদ ইমাম। বাংলাদেশ ক্রিকেট লিগ খেলতে নাসুম ছিলেন চট্টগ্রামে। সেখান থেকে বিমানে করে ঢাকায় এসে বিশেষ কমিটির সঙ্গে কথা বলে আবার চট্টগ্রামে চলে গেছেন নাসুম।