বাংলাদেশের আসন্ন নির্বাচনের ফলাফল নিয়ে আগাম মন্তব্য করবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০৮
শেয়ার :
বাংলাদেশের আসন্ন নির্বাচনের ফলাফল নিয়ে আগাম মন্তব্য করবে না যুক্তরাষ্ট্র

ফের বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ উঠে এলো মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। দেশটির স্থানীয় সময় গতকাল সোমবার এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রধান মুখপাত্র ম্যাথু মিলার জানান, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল কি হতে পারে তা নিয়ে এখনই মন্তব্য করবে না যুক্তরাষ্ট্র। 

গতকাল মিলারকে প্রশ্ন করা হয়, বাংলাদেশের বর্তমান পরিস্থিতির আলোকে, যেখানে সরকার নজিরবিহীনভাবে নির্বাচন পরিচালনা করার চেষ্টা করছে। ২০ হাজারেরও বেশি বিরোধী দলীয় নেতা-কর্মীকে আটক করা হয়েছে। হেফাজতে থাকা মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ছয় দিনে তিনজন বিরোধী কর্মী মারা গেছেন। নির্দিষ্ট ব্যক্তিদের না পেয়ে তাদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার করা হচ্ছে। নিজেদের বিজয় নিশ্চিত করার জন্য কিংস পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছে। প্রধান বিরোধী দল বিএনপিসহ সব প্রধান রাজনৈতিক দল নির্বাচন বয়কট করছে—মার্কিন সরকার বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশের সম্ভাবনাকে কীভাবে মূল্যায়ন করে? 

এর জবাবে মিলার বলেছেন, ‘আমি নির্বাচনের ফলাফল নিয়ে এখনই কোনো অনুমান করতে যাচ্ছি না। আমি আগে অনেকবার যা বলেছি আবারও তাই বলব। আমরা সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্যান্য অংশীদারদের সঙ্গে আমরা যোগাযোগ চালিয়ে যাব। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এবং বাংলাদেশি জনগণের স্বার্থে একযোগে কাজ করার আহ্বান জানাতে থাকব।’