অন্তিমের ইচ্ছাপত্র
সামান্য হলেও কিছু মুষ্ঠিভিক্ষা দাও
যৎকিঞ্চিৎ কোরামিন
যেন আমরা শ্বাস নিয়ে
ধুঁকতে ধুঁকতে বেঁচে থাকতে পারি
ধরিত্রী প্রণম্য তুমি
দ্বিধা হয়ে সন্তানে বাঁচাও
করুণাবশত দাও জলের সিঞ্চন
আরও পড়ুন:
আমার ভেতরে কেউ কাঁদছে
অঙ্কুরের দেখা যাতে পাই
সম্ভাবনা উঁকি দিচ্ছে
তাকে ‘গুম’ করো না করো না
করো যদি অভিশপ্ত হবে
কলঙ্কমোচন আর হবে না নির্ঘাত।
আকাশকে হতে দাও অনন্ত আকাশ
আরও পড়ুন:
দ্য স্প্যারোস নেস্ট
সান্ধ্যনীল আঁধারের ভাষা যাতে
অনায়াসে পাঠ করতে পারি
মৌলিক মনীষা যাতে বিকশিত হয়
এইমতো পরিস্থিতি
ভিখ মাঙছি
দয়া করো প্রিয়
আরও একটু বেঁচে থেকে
অপ্রাপ্তির দুঃখদেনা
মুছে ফেলতে দাও