দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের দল ঘোষণা, সাদা বলে নেই রোহিত-কোহলি

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২৩, ২১:৪৬
শেয়ার :
দক্ষিণ আফ্রিকা সফরে ভারতের দল ঘোষণা, সাদা বলে নেই রোহিত-কোহলি

দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে ভারত। টেস্টে খেললেও সাদা বলের ক্রিকেট ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেই রোহিত শর্মা ও বিরাট কোহলি। নিজেরাই এই দুই সংস্করণে আপাতত না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। 

টেস্ট দলের নেতৃত্বে যথারীতি থাকছেন রোহিত। তবে ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব করবেন লোকেশ রাহুল। এদিকে, চোট থেকে এখনো সেরে উঠতে না পারায় টি-টোয়েন্টির ব্যাটন থাকছে সূর্যকুমার যাদবের হাতেই। টেস্টে মোহাম্মদ শামি থাকবেন কি না, সেটি নির্ভর করছে তিনি চোট থেকে সেরে উঠছেন কি না সেটির ওপর। 

টি-টোয়েন্টি সিরিজে ভারত দল

যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রুতুরাজ গায়কওয়াড়, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (সহ অধিনায়ক) , ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও দীপক চাহার।

ওয়ানডে সিরিজে ভারত দল

রুতুরাজ গায়কওয়াড়, সাই সুধারসন, তিলক ভার্মা, রজত পতিদার, রিংকু সিং, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব , যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আভেশ খান, আরশদীপ সিং ও দীপক চাহার।

টেস্ট সিরিজে ভারত দল

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রুতুরাজ গায়কওয়াড়, ইশান কিশান (উইকেটরক্ষক), কেএল রাহুল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর , মো. সিরাজ, মুকেশ কুমার, মোহাম্মদ শামি*, জাসপ্রিত বুমরাহ (সহ অধিনায়ক) ও প্রসিধ কৃষ্ণ।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, সম্পূর্ণ সময়সূচী

প্রথম টি-টোয়েন্টি - ১০ ডিসেম্বর, ২০২৩; কিংসমিড

দ্বিতীয় টি-টোয়েন্টি - ১২ ডিসেম্বর, ২০২৩; কেবারহা

তৃতীয় টি-টোয়েন্টি - ১৪ ডিসেম্বর, ২০২৩; জোহানেসবার্গ

প্রথম ওয়ানডে - ১৭ ডিসেম্বর, ২০২৩; জোহানেসবার্গ

দ্বিতীয় ওয়ানডে - ১৯ ডিসেম্বর, ২০২৩; কেবারহা

তৃতীয় ওয়ানডে - ২১ ডিসেম্বর, ২০২৩; পার্ল 

প্রথম টেস্ট - ২৬ থেকে ৩০ ডিসেম্বর, ২০২৩; সেঞ্চুরিয়ন

দ্বিতীয় টেস্ট -৩ থেকে ৭ জানুয়ারি, ২০২৪; কেপটাউন