বলে লালা লাগিয়েছেন ফিলিপস, যে জরিমানা হতে পারে

স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২৩, ২০:৪৫
শেয়ার :
বলে লালা লাগিয়েছেন ফিলিপস, যে জরিমানা হতে পারে

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৩৪তম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় ডেলিভারির আগে বলে লালা লাগাতে দেখা যায় কিউই ক্রিকেটার গ্লেন ফিলিপসকে। একাধিকবার এই কাজ করেন তিনি। তবে এই বিষয়ে কোনো পদক্ষেপ নেননি মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও পল রাইফেল। 

আজ বৃহস্পতিবার দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন মুমিনুল হক। ফিলিপসের লালা লাগানো তিনি দেখেননি বলেই প্রথম উল্লেখ করেন। তবে পাশে থাকা ম্যানেজার নাফিস ইকবাল জানান, তারা বিষয়টি দেখেছেন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের কাছে অভিযোগ জানিয়েছেন। 

প্রথমে ঘটনাটিকে ‘ছোট ইস্যু’ বলে চালিয়ে দেন মুমিনুল। কিন্তু সংবাদ সম্মেলনে থাকা কয়েকজন সাংবাদিক যখন জানালেন, এতে ৫ রান জরিমানা হতে পারে নিউজিল্যান্ডের, তখন মুমিনুল বলে উঠলেন, ‘তাহলে এটা বড় ইস্যু।’

আইসিসির ৪৩.১ ধারায় লেখা আছে, ক্রিকেট বলে লালা ব্যবহার করা নিষিদ্ধ। এই আইন কার্যকর হয়েছে গত বছরের ১ অক্টোবর থেকে। এক্ষেত্রে আম্পায়ার যদি চান তাহলে ফিল্ডিং দলকে ৫ রান জরিমানা করতে পারেন। আম্পায়ার এক্ষেত্রে বলও পাল্টে ফেলতে পারেন।