ফিলিস্তিনকে সমর্থন: পাকিস্তানি তারকার জরিমানা বাতিল করল পিসিবি

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩, ১০:১১
শেয়ার :
ফিলিস্তিনকে সমর্থন: পাকিস্তানি তারকার জরিমানা বাতিল করল পিসিবি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতায় নিজেদের জায়গা থেকে প্রতিবাদ করেছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। ক্রিকেটপাড়ার অনেকেই প্রতিবাদ করেছেন। বিশ্বকাপ চলাকালেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আলোচনায় এসেছিলেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এবার ফিলিস্তিনের পাশে দাঁড়াতে গিয়ে আইসিসির নিয়ম ভেঙে ফেললেন পাকিস্তানের আরেক উইকেটকিপার আজম খান। ফলে পেতে হয়েছে কড়া শাস্তিও। তাকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা আজমকে জরিমানা করার সিদ্ধান্ত মানতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে পিসিবির সমালোচনাও করেন তারা। এমনকি কেউ কেউ আজমের জরিমানার টাকাও তারা দিয়ে দিতে চান বলে জানান।

অবশেষে আজমের ওপর আরোপ করা জরিমানা বাতিল করেছে পিসিবি। এক বিবৃতিতে জরিমানা তুলে নেওয়ার কথা জানানো হয়েছে। বিবৃতিতে পিসিবি বলেছে, ‘আজম খানের ওপর ম্যাচ অফিশিয়ালদের দেওয়া ৫০ শতাংশ জরিমানা পুনর্মূল্যায়ন করা হয়েছে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড তা (জরিমানা) প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।’

এর আগে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ জানায়, করাচিতে একটি জাতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফিলিস্তিনি পতাকা সম্বলিত স্টিকারওয়ালা ব্যাট নিয়ে খেলতে নেমেছিলেন আজম খান। যার ফলে তাকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

প্রতিবেদন অনুযায়ী, নিজের ব্যাটে ফিলিস্তিনের পতাকা দেখান আজম এবং ম্যাচ অফিসিয়ালদের জানান যে তার সব ব্যাটেই এই স্টিকার আছে। রবিবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আজমের করাচি হোয়াইটস ও লাহোর ব্লুজের ম্যধে ম্যাচ চলাকালে এই ঘটনাটি ঘটে।

পিসিবির ঘনিষ্ঠ একজনের বরাত দিয়ে জিও নিউজ জানায়, ‘তরুণ এই ব্যাটারকে তার ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। এর আগে এই ব্যাটারকে অনুনোমোদিত লোগো (ফিলিস্তিনের পতাকা) না লাগানোর ব্যাপারে সতর্ক করেছেন ম্যাচ রেফারি, যেহেতু এটি আইসিসির আচরণবিধি ভঙ্গ করে।’

আইসিসির পোশাক এবং সরঞ্জামের নিয়ম অনুসারে, ‘খেলোয়াড়দের রাজনৈতিক, ধর্মীয় বা বর্ণবাদের বার্তা বহন করে এমন কিছু প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না।’