টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দীপুর অভিষেক

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২৩, ০৯:১১
শেয়ার :
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দীপুর অভিষেক

চায়ের শহর সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এ ম্যাচ দিয়ে টেস্ট ফিরছে পাঁচ বছর পর। ১৩তম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হলো নাজমুল হোসেন শান্তর। অভিষেক হয়েছে ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপুর।

দীর্ঘ ১০ বছর পর দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ১৭ টেস্টে টাইগারদের একমাত্র জয়টি ছিল গত বছর মাউন্ট মঙ্গানুইয়ে।

গত বছর নিউজিল্যান্ড সফরে গিয়ে টেস্ট সিরিজ ১-১ ড্র করে ফিরেছিল বাংলাদেশ। এবার সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), জাকির হাসান, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, নাঈম হাসান।

নিউজিল্যান্ড একাদশ: টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, টম ল্যাথাম, কেইন উইলিয়ামসন, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, কাইল জেমিসন, ইশ সোধি, এজাজ প্যাটেল।