উগান্ডার কাছে হেরে জিম্বাবুয়ের শঙ্কা

স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩, ১৮:০১
শেয়ার :
উগান্ডার কাছে হেরে জিম্বাবুয়ের শঙ্কা

সদ্য সমাপ্ত ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে। আগামী বছরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আফ্রিকা অঞ্চলে উগান্ডার কাছে ৫ উইকেটে হেরে এই টুর্নামেন্টেও দেশটির খেলা পড়ল হুমকির মুখে। 

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান তোলে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান আসে অধিনায়ক সিকান্দার রাজার ব্যাট থেকে। উগান্ডার বোলার দিনেশ নাকরানি ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। 

জবাব দিতে নেমে ৫ উইকেট ও ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় উগান্ডা। শেষ ৩ ওভারে ৩০ রান দরকার ছিল দলটির। টেন্ডাই চাতারার করা ১৮তম ওভারেই ২০ রান নিয়ে জয়ের কাছাকাছি চলে যায় দলটি। শেষ ওভারের প্রথম বলেই জয় নিশ্চিত হয় দলটির। দলের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৪২ রান করেন রিয়াজাত আলী শাহ। 

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে একটি বড় ধাক্কাই খেল জিম্বাবুয়ে। এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেও হেরেছিল দলটি। ৩ ম্যাচ খেলে সিকান্দার রাজার দলের পয়েন্ট মাত্র ২। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে মোট ২০টি দল। এরই মধ্যে ১২টি দল নিশ্চিত হয়ে গেছে। আফ্রিকা অঞ্চল থেকে বাছাইপর্ব খেলা মোট ২টি দল সুযোগ পাবে। ৭ দলের বাছাইপর্বে ৩ ম্যাচে ১ জয় পাওয়া জিম্বাবুয়ের পয়েন্ট মাত্র ২। ৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে নামিবিয়া, সমান পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে থাকায় দুইয়ে কেনিয়া। চার পয়েন্ট নিয়ে তিনে আছে উগান্ডা।