‘ভাই’ ইমাদ ওয়াসিমের আকস্মিক অবসরে বিস্মিত রিজওয়ান
মাত্র ৩৪ বছরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন পাকিস্তানে উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। আরো কয়েক পাকিস্তান দলকে ইমাদের দারুণ কিছু দেওয়ার ছিল বলেও মনে করেন তিনি।
রিজওয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আমার ভাই, ইমাদ ওয়াসিমের অবসরের খবর শুনে আমি বিস্মিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আরও কয়েক বছর দেওয়ার ছিল আপনার। জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার মঙ্গল কামনা করছি। উজ্জ্বলতা ছড়াতে থাকুন।’
গত শুক্রবার হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ইমাদ। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০১৫ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে। ৮ বছরের ক্যারিয়ারে ৫৫টি ওয়ানডে এবং ৬৬ টি-টোয়েন্টি খেলেছেন বাঁহাতি এই স্পিন অলরাউন্ডার। দুই সংস্করণ মিলিয়ে ১০৯ উইকেট নিয়েছেন তিনি, করেছেন ১ হাজার ৪৭২ রান।
পাকিস্তানের ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন ইমাদ। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও ছিলেন এই অলরাউন্ডার।
অবসরের ঘোষণায় ইমাদ বলেছিলেন, ‘বিগত বছরগুলোতে সমর্থন দেওয়ার জন্য পিসিবিকে (পাকিস্তান ক্রিকেট বোর্ড) ধন্যবাদ জানাতে চাই। পাকিস্তানের প্রতিনিধিত্ব করা দারুণ সম্মানের ছিল। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আমার মোট ১২১ ম্যাচে খেলা স্বপ্ন সত্যি হওয়ার মতো।’