‘আইডল’ রোনালদোর কাছ থেকে কী উপহার পেলেন ভিনিসিয়ুস
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে সাত নম্বর জার্সিতে খেলে গেছেন বিখ্যাত সব তারকা। তবে এই জার্সি নম্বরটি সবচেয়ে বেশি আলোকিত করেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সাত নম্বরের সাদা জার্সিতে মুড়ি-মুড়কির মতো গোল পেয়েছেন এই তারকা। তাই রোনালদো রিয়াল ছাড়ার পর এই জার্সি নিয়ে তৈরি হয়েছে আলাদা আগ্রহ।
রোনালদোর পর রিয়াল মাদ্রিদ এই জার্সি দিয়েছিল মারিয়ানো দিয়াজ ও এডেন হ্যাজার্ডকে। তবে জার্সি নম্বরের প্রতি সুবিচার করতে পারেননি এই দুই খেলোয়াড়। পরে এই মৌসুম থেকে ভিনিসিয়ুসকে দেওয়া হয় সাত নম্বর জার্সি। ইনজুরিতে পড়ার আগে রিয়ালের হয়ে সাত নম্বর জার্সিতে দুরন্ত পারফরম্যান্সও দেখান ভিনিসিয়ুস।
ক্যারিয়ারের শুরু থেকেই পর্তুগিজ তারকা রোনালদোকে আইডল মেনে আসছেন ভিনিসিয়ুস। রোনালদোর প্রতি তার যে মুগ্ধতা সেটি প্রকাশ করেছেন বহুবার। রিয়ালে সাত নম্বর জার্সি পেয়েও জানিয়েছিলেন উচ্ছ্বাসের কথা। এবার সেই আইডলের কাছ থেকেই পেয়েছেন দারুণ এক উপহার।
দীর্ঘদিন ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা ভিনিসিয়ুসকে নিজের একটি জার্সি উপহার দিয়েছেন সিআরসেভেন। আল-নাসর তারকার দেওয়া সেই জার্সির ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস।
ভিনিসিয়ুসকে দেওয়া রোনালদোর জার্সিটি জাতীয় দলের। গত সপ্তাহে আন্তর্জাতিক বিরতিতে ইউরো বাছাইপর্বে লিখটেনস্টেইনের বিপক্ষে ম্যাচে জার্সিটি পরেছিলেন সিআরসেভেন। সেই ম্যাচে ২-০ ব্যবধানে জিতেছিল পর্তুগাল। গোল পেয়েছিলেন রোনালদো।