শেখ হাসিনার সঙ্গে আজ বসছেন মনোনয়নপ্রত্যাশীরা

প্রার্থী চূড়ান্ত, বাদ পড়ছেন অর্ধশতাধিক এমপি

নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
শেখ হাসিনার সঙ্গে আজ বসছেন মনোনয়নপ্রত্যাশীরা

আট বিভাগের ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। মনোনয়ন বোর্ড সূত্র জানায়, আট বিভাগে অর্ধশতাধিক এমপি এবার বাদ পড়ছেন। তবে কে বা কারা বাদ পড়ছেন সেটা নিশ্চিত করেনি। চূড়ান্ত তালিকা আজ বিকাল সাড়ে ৪টায় ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা করবেন বলে দলের দপ্তর থেকে জানানো হয়েছে।

এর আগে সব মনোনয়নপ্রত্যাশীসহ নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে সকাল ১০টায় মতবিনিময় করবেন দলটির সভাপতি শেখ হাসিনা। গণভবনে অনুষ্ঠিতব্য সভায় শেখ হাসিনা মনোনয়নপ্রত্যাশীদের কথা শুনবেন এবং নির্বাচনের দিকনির্দেশনা দেবেন। এদিকে দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসহ মনোনয়নপ্রত্যাশী সব প্রার্থীকে সভায়

উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। এ ছাড়া সন্ধ্যা ৬টায় ফের দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বৈঠকে নির্বাচনের পরিকল্পনা ও প্রস্তুতিসহ মনোনয়ন ঘোষণা-পরবর্তী আলোচনা হবে। অন্যদিকে একই সময়ে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে গণভবন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে।