বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়

কাজী খলীকুজ্জমান আহমদ, সভাপতি, সম্মিলিত নাগরিক সমাজ

নিজস্ব প্রতিবেদক
২৬ নভেম্বর ২০২৩, ০০:০০
শেয়ার :
বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়

বিশিষ্ট অর্থনীতিবিদ ও সম্মিলিত নাগরিক সমাজের সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন, নির্বাচনকে সামনে রেখে কিছু বিদেশি এ দেশে অপতৎপরতা চালাচ্ছে। বড় বড় দেশের সঙ্গে কিছু ছোট ছোট দেশ একত্রিত হয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। কারণ আমাদের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি অনেকের সহ্য হচ্ছে না। তিনি বলেন, রাজনৈতিকসহ যে কোনো সিদ্ধান্ত গ্রহণের অধিকার শুধু দেশের জনগণেরই। তাই কোনো বিদেশি হস্তক্ষেপ কাম্য নয়। আমরা কোনো খবরদারি চাই না, বন্ধুত্ব চাই।

গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত নাগরিক সমাজের মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তির পাশাপাশি বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, কর্মজীবী নারী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। নাগরিক সমাজের সহসভাপতি প্রকৌশলী একেএমএ হামিদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ, সাবেক উপাচার্য প্রফেসর জাহাঙ্গীর আলম, প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী, বাংলাদেশ উন্নয়ন পরিষদের পরিচালক ড. নিলুফার বানু, মিডিয়ার ব্যক্তিত্ব নওজেশ আলী খান, সাংবাদিক কাশেম হুমায়ুন, সাবেক অতিরিক্ত সচিব বিশ^জিৎ ভট্টাচার্য, নাট্য ব্যক্তিত্ব ম হামিদ প্রমুখ। নিজস্ব প্রতিবেদক