রিজওয়ানের পর মার্শের নামে ভারতে এফআইআর
বিশ্বকাপ চলাকালে মাঠে সেঞ্চুরির পর নামাজ আদায় ও সেটি গাজাবাসীদের জন্য উৎসর্গ করে পোস্ট দেওয়ায় পাকিস্তানের উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের বিপক্ষে এফআইআর দায়ের করেছিলেন ভারতের এক আইনজীবী। এবার অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শের বিরুদ্ধে ভারতে দায়ের হলো এফআইআর।
গত ১৯ নভেম্বর বিশ্বকাপের ফাইনালে স্বাগতিক ভারতকে কাঁদিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। জয়ের পর ড্রেসিংরুমে ট্রফি নিচে রেখে তার ওপর পা দিয়ে বসে আছেন মার্শ, এমন একটি ছবি ভাইরাল হয়। সেটি ‘অনুভূতিতে আঘাত হেনেছে’ অভিযোগ করে দায়ের হলো এই এফআইআর।
মার্শের বিরুদ্ধে এফআইআরটি দায়ের করেছেন ভারতের উত্তর প্রদেশের আরটিআইয়ের সক্রিয় কর্মী পন্ডিত কেশাভ। এফআইআরের একটি কপি পাঠানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছেও। এফআইআরে আবেদন করা হয়েছে, মার্শ যাতে ভারতে ক্রিকেট সম্পর্কিত কোনো কর্মকাণ্ডে অংশ নিতে না পারে।
মার্শের সেই কর্মকাণ্ড নিয়ে ভারতের পেসার মোহাম্মদ শামির ক্ষোভ প্রকাশের দুইদিনের মধ্যেই এমন পদক্ষেপ নিলেন কেশাভ। শামি বলেছিলেন, ‘আমি কষ্ট পেয়েছি। এই ট্রফির জন্য সব দল যুদ্ধ করে। এই ট্রফি মাথার ওপর উঁচিয়ে ধরতে চায় সবাই। এটিকে পায়ের নিচে রাখা আমাকে খুশি করতে পারছে না।’
এর আগে, গত অক্টোবরে শ্রীলংকার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করে ‘গাজার ভাই-বোনদের’ উৎসর্গ করেছিলেন রিজওয়ান। তারপর ভিনীত জিন্দাল নামে ভারতের এক আইনজীবী রিজওয়ানের বিরুদ্ধে এই কারণে এফআইয়ার দায়ের করেন যে, পাকিস্তানের এই ব্যাটার ‘খেলাধুলার চেতনা’ ভঙ্গ করেছেন।