সেন্টমার্টিনে ধরা পড়ল ৩২ কেজির পোপা মাছ, দাম ৬ লাখ
সেন্টেমাটিনে জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৮০০ গ্রাম ওজনের এক বিশালকায় লাল পোপা মাছ। যা দেখতে স্থানীয়রা সেন্টমার্টিন মাছ বাজারে ভীড় জমাচ্ছেন। মাছটির দাম হাঁকা হয়েছে ৬ লাখ টাকা বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে এই মাছটি সেন্টমার্টিনের উত্তর সাগরে আব্দুল গণি নামের এক জেলের জালে ধরা পড়ে।
আব্দুল গণি সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়া মৃত সুলতান আহমদের ছেলে।
এলাকাবাসী জানান, গণি প্রতিদিনের মতো সাগরে মাছ শিকার করতে দ্বীপের উত্তর সাগরে জাল ফেলে। কিছুক্ষণ পরে জাল টেনে তুললে মাছটি দেখা যায়। পরে বাজারে এনে ওজন দিয়ে দেখে মাছটি ৩২ কেজি ৮০০ গ্রাম। যার দাম হাঁকাচ্ছেন ৬ লাখ টাকা।
আব্দুল গণি জানান, প্রতিদিনের মতো ট্রলার নিয়ে সকালে সাগরে মাছ ধরতে বের হন। মাছ ধরার একপর্যায়ে তার জালে বড় আকৃতির একটি পোয়া মাছ ধরা পড়ে। মাছটির ওজন ৩২ কেজি। তিনি মাছটির মূল্য ৬ লাখ টাকা বললেও এখনো বিক্রি হয়নি। মাছটি দেখতে স্থানীয় লোকজন ভিড় জমিয়েছে।
তিনি আরও জানান, গত কয়েক বছর ধরে তার জালে একের পর এক বড় বড় পোয়া মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে তিনি স্বাবলম্বী হয়েছেন। তার জালে নিয়মিত পোপা মাছ ধরা পড়ায় স্থানীয়রা তাকে ‘পোপা গণি’ নামে ডাকেন।
টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, জেলেরা মাছ শিকারে সরকারের দেওয়া নিষেধাজ্ঞা যথাযথ পালন করায় এর সুফল পাচ্ছে। তবে এ মাছটির বায়ুথলী সার্জিক্যাল কাজে ব্যবহারিক হওয়ায় এর দাম বেশি হয়।
আমাদের সময়/আরডি