হোমনায় আজিজুর রহমান মোল্লার গণসংযোগ
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এর ধারাবাহিকতায় শনিবার (২২ নভেম্বর ২০২৫) হোমনার নিলখী ইউনিয়নে গণসংযোগ করেন।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে স্থানীয় মানুষকে সচেতন করতে লিফলেট বিতরণ করেন।
সাবেক হোমনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুর রহমান মোল্লা উপজেলার নিলখী ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং বাজারের ব্যবসায়ী, পথচারী ও তরুণদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
আজিজুর রহমান মোল্লা একাধারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর কাউন্সিলর সদস্য ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ারের মায়ের নামে প্রতিষ্ঠিত হোমনা খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
গণসংযোগে তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, ৩১ দফার লক্ষ্য দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা এ তথ্য মানুষের কাছে পৌঁছে দিতে মাঠে নেমেছি।
গণসংযোগ শেষে তিনি নিলখী বাজারের বিভিন্ন দোকান ও বাড়ি পরিদর্শন করেন এবং এলাকার সাধারণ মানুষের খোঁজখবর নেন।