ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি বলসোনারো গ্রেপ্তার
ব্রাজিলের সাবেক রাষ্ট্রপতি জইর বলসোনারোকে শনিবার (২২ নভেম্বর) রাজধানী ব্রাসিলিয়ার বাসভবন থেকে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল পুলিশ। ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর ক্ষমতায় টিকে থাকার জন্য অভ্যুত্থানের ষড়যন্ত্রে নেতৃত্ব দেওয়ার অভিযোগে এ বছরের শুরুতে তাকে ২৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সেই সাজা কার্যকরের কয়েক দিন আগেই তাকে প্রতিরোধমূলক গ্রেপ্তার করা হলো।
সিএনএন ব্রাসিলের প্রতিবেদনের বরাতে জানা গেছে, ব্রাজিলের সুপ্রিম কোর্টের অনুমোদিত একটি প্রতিরোধমূলক গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বলসোনারোর বাসভবনে হানা দেয় পুলিশ। গ্রেপ্তারের সময় তার আবাসিক ভবনের সামনে জ্যেষ্ঠ পুত্র সিনেটর ফ্লাভিও বলসোনারোর নেতৃত্বে সমর্থকরা জড়ো হয়ে নজরদারি করছিলেন।
চলতি বছর ব্রাজিলের সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের একটি প্যানেল পাঁচটি অভিযোগেই বলসোনারোকে দোষী সাব্যস্ত করেন। চার বিচারপতি দোষী ঘোষণার পক্ষে এবং একজন বিপক্ষে রায় দেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—অভ্যুত্থানের পরিকল্পনা, সশস্ত্র অপরাধী সংগঠনে অংশগ্রহণ, বলপ্রয়োগে গণতান্ত্রিক ব্যবস্থা উল্টে দেওয়ার চেষ্টা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে সহিংসতা এবং ২০২৩ সালের ৮ জানুয়ারি সমর্থকদের দ্বারা সরকারি ভবনে হামলা ও সম্পদের ক্ষতি করা।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
নির্বাচনে লুলা দা সিলভার কাছে পরাজয়ের পর ২০২৩ সালের ৮ জানুয়ারি বলসোনারোর হাজার হাজার সমর্থক ব্রাসিলিয়ায় প্রেসিডেন্সি ভবন, কংগ্রেস ও সুপ্রিম কোর্টে হামলা চালায়। ওই ঘটনার জন্যই মূলত বলসোনারোকে দায়ী করা হয়।
দীর্ঘদিন ধরে বলসোনারো দাবি করে আসছেন, তার বিরুদ্ধে এই মামলা পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসা এবং তাকে ‘রাজনৈতিকভাবে হত্যা’ করার প্রচেষ্টা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
এই মাসের শুরুতেই অভ্যুত্থান চেষ্টা ও প্রেসিডেন্ট লুলাকে হত্যার ষড়যন্ত্রের দায়ে বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও একজন ফেডারেল পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারকরা।
বলসোনারোর গ্রেপ্তারের মধ্য দিয়ে ব্রাজিলে ২০২২ সালের নির্বাচন-পরবর্তী রাজনৈতিক সংকটের একটি বড় অধ্যায়ের ইতি ঘটতে যাচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
আমাদের সময়/আরডি