ঢাকায় ৭৫ দেশের ২৫০ সিনেমা নিয়ে উৎসব
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’-এই প্রতিপাদ্য সামনে রেখে আগামী জানুয়ারিতে বসছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এ উৎসব চলবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের উৎসবে ৭৫টি দেশের ২৫০টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হবে। যার মধ্যে বাংলাদেশের সিনেমা রয়েছে ৬৭টি।
উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল জানিয়েছেন, এবারের মূল প্রতিযোগিতা বিভাগ ‘বাংলাদেশ প্যানোরমা’তে নির্বাচিত হয়েছে দেশের ৮টি সিনেমা।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি বলেন, ‘আমরা উৎসবের প্রস্তুতি প্রায় শেষ করেছি। সিনেমা সিলেকশন, শিডিউল, সব কাজই গুছিয়ে আনা হয়েছে।’
মূল প্রতিযোগিতা বিভাগে থাকা আটটি বাংলা সিনেমা হচ্ছে- হাবিবুর ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’, সোহেল রানা বয়াতীর ‘নয়া মানুষ’, জ্যাক মিরের ‘দ্য স্টোরি অব আ রক’, জোবাইদুর রহমানের ‘উড়াল’, বিপ্লব কুমার পাল বিপুর ‘ধামের গান’, অনন্য প্রতীক চৌধুরীর ‘নয়া নোট’, সুমন ধরের ‘আগন্তুক’ ও আহমেদ হাসান সানির ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এবারও উৎসবে থাকবে ১০টি বিভাগ- এশিয়ান সিনেমা সেকশন, রেট্রোস্পেক্টিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, উইমেন ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস ও স্পিরিচুয়াল ফিল্মস।
সিনেমা প্রদর্শনের জন্য নির্ধারণ করা হয়েছে তিনটি ভেন্যু- বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর মিলনায়তন এবং আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
আমাদের সময়/ এসএ