মিথিলা হৃদয় জয় করেছেন

বিনোদন সময় প্রতিবেদক
২২ নভেম্বর ২০২৫, ০৯:৩০
শেয়ার :
মিথিলা হৃদয় জয় করেছেন

জাঁকজমকপূর্ণ আয়োজনে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হলো মিস ইউনিভার্সের ৭৪তম আসর। বিশ্বের অন্যতম এই মর্যাদাপূর্ণ আসরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। ১২২টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে তিনি জায়গা করে নেন সেরা ৩০-এ। যদিও শেষ হাসিটা হাসা হয়নি, তবু বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন। বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছেন মিথিলা।

সামাজিক যোগাযোগমাধ্যমে গত কয়েকদিন ছিল মিথিলাকে নিয়ে আলোচনা। সারাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে মিথিলার পাশে দাঁড়ান শোবিজ অঙ্গনের সব তারকা। ভোটিংয়ে তিনি বারবার এগিয়ে যান। মিথিলার এ পথচলা খুব সহজ ছিল না। প্রিলিমিনারি রাউন্ড থেকেই নিজের আত্মবিশ্বাস ও সৌন্দর্য দিয়ে বিচারকদের নজর কাড়েন তিনি। বিশেষ করে প্রিলিমিনারি পর্বে নীল রঙের বিকিনিতে সুইমস্যুট রাউন্ডে তার উপস্থিতি ভক্ত ও শুভাকাক্সক্ষীদের প্রশংসা কুড়ায়। ‘পিপলস চয়েস’ ভোটিংয়েও তিনি বেশ এগিয়ে ছিলেন, যদিও ভোটিং নিয়ে তার কিছুটা হতাশা ছিল।

মিস ইউনিভার্সের মতো আসরে কেবল দর্শকদের ভোটই যথেষ্ট নয়। সেরা ৩০ বা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীর পারফরম্যান্স, বুদ্ধিমত্তা, বাচনভঙ্গি এবং সর্বোপরি বিচারক বা জুরি বোর্ডের চুলচেরা বিশ্লেষণ মূল ভূমিকা পালন করে। এই সামগ্রিক মানদণ্ডেই নির্ধারিত হয় বিজয়ীদের তালিকা।

এবারের আসরে বিশ্বসুন্দরীর মুকুট জয় করেছেন মেক্সিকোর ফাতিমা বশ। চূড়ান্ত পর্বে মেক্সিকোর ফাতিমা লড়াই করেন থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনিজুয়েলা এবং আইভরি কোস্টের সুন্দরীদের সঙ্গে। বিচারকদের দেওয়া দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে আত্মবিশ্বাস ও দৃঢ়তার ছাপ রেখে ফাতিমা বাকি সব প্রতিযোগীকে পেছনে ফেলে দেন।