চলনবিলে বক দিয়ে বক শিকার, ২ শিকারির কারাদণ্ড
শীতের শুরুতেই চলনবিলে বিশেষ ভাবে তৈরি ‘কিল্লা ঘরের ফাঁদে’ বক দিয়ে বক শিকারে মেতেছে পাখি শিকারিরা। আর পাতা সেই ফাঁদে পাখি শিকারের সময় হাতে নাতে আটক করে দুই পেশাদার শিকারিকে ভ্রাম্যমাণ আদালতে দুই মাসের করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টায় সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার পলাশী গ্রামের কবির প্রামাণিক (৪৫) ও জান মাহমুদ (৩৫)।
এর আগে শুক্রবার ভোরে প্রশাসনের নির্দেশে সিংড়ার চলনবিলের ইন্দ্রাসন মাঠ থেকে দুই পেশাদার পাখি শিকারিকে আটক করেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।
অভিযানে বিশেষভাবে তৈরি কিল্লা ঘর ও কারেন্ট জালের ফাঁদ থেকে উদ্ধারকৃত শতাধিক বক, শালিকসহ বিভিন্ন প্রজাতির পাখি অবমুক্ত করেন ইউএনও মাজহারুল ইসলাম ও সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হারুন-অর-রশিদ, যুগ্ম সম্পাদক হাসিবুল হাসান শিমুল, পরিবেশকর্মী এমএ করিম প্রমূখ।
সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, বর্ষার শেষে ও শীতের শুরুতে চলনবিলে ধান ক্ষেতে বিশেষ ভাবে তৈরি ফাঁদ কিল্লা ঘর ও কারেন্ট জালে পাখি শিকারে মেতে ওঠে লোভী শিকারিরা। এই বিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় তারা দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে ইন্দ্রাসন ও মাগুড়া এলাকায় ধান ক্ষেতে পাতা কিল্লা ঘর ও জাল ফাঁদ থেকে ১০৫টি বক ও শালিক পাখি উদ্ধার করে অবমুক্ত করেন। এসময় দুই কিশোর শিকারিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়, আর দুই পেশাদার পাখি শিকারিকে প্রশাসনের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, এই বিলের পাখি রক্ষায় চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা খুবই সক্রিয়। পাশাপাশি প্রশাসনও সব সময়ই তৎপর রয়েছে। কোনো অপরাধ সংগঠিত হলেই সেখানে ছুটে যাচ্ছেন এবং যথাযথ ব্যবস্থা নিচ্ছেন।
আমাদের সময়/জেআই