টার্মিনালে মার্কিন ডলার ও সৌদি রিয়ালসহ যাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৫, ১৭:৪৪
শেয়ার :
টার্মিনালে মার্কিন ডলার ও সৌদি রিয়ালসহ যাত্রী আটক

আটক শফিউল ইসলাম। ছবি: বিজিবির সৌজন্যে

ভারত থেকে ফেরার পথে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল থেকে ১০ হাজার মার্কিন ডলার ও ১ লাখ ১০ হাজার সৌদি রিয়ালসহ শফিউল ইসলাম (৫৫) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যা বাংলাদেশি টাকায় আনুমানিক ৪৮,১৯,৯৯৫ টাকা।

শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক শফিউল ইসলাম ঢাকার লালবাগ থানার সিরাজুল ইসলামের ছেলে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, ভারত থেকে ওই পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন-কাস্টমস পার হয়ে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে আসলে সন্দেহজনকভাবে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি চালিয়ে ১০ হাজার মার্কিন ডলার ও ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল জব্দ করা হয়। যা বাংলাদেশি টাকায় ৪৮,১৯,৯৯৫ টাকা। পরে আটক শফিউল ইসলামকে ডলার ও রিয়ালসহ বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। 

আমাদের সময়/আরডি