ট্রলারসহ ২৮ জেলে-মাঝিকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ২৮ জেলে-মাঝিসহ একটি মাছ ধরার ট্রলার আটক করে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। গত ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) মলমচর এলাকা থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘন কুয়াশার কারণে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভারতীয় জলসীমায় প্রবেশ করলে তাদের আটক করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ট্রলারটির নাম এফবি আদিব-২। এর মালিক কুতুবদিয়ার কৈয়ারবিল ইউনিয়নের নজরআলী মাতবর পাড়ার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে পরিবারের সদস্যরা আটকের খবর পান। বর্তমানে ২৮ জন জেলে ভারতের নারায়নপুর কান্দিব থানা হেফাজতে রয়েছেন।
আটক জেলেরা হলেন দক্ষিণ ধুরুং ইউনিয়নের জসিম উদ্দিন, নুরুল বশর, মোহাম্মদ শাহিন, তারেক মুহাম্মদ নওশাদ, আতিকুর রহমান, শাহাব উদ্দিন, মোহাম্মদ জসিম উদ্দিন, মামুনুর রশিদ, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ শহিদুল্লাহ, নুরুল ইসলাম, জোবাইদুল হক; ডেইল ইউনিয়নের আলী আকবর, জকির আলম, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ তুহিন আলম, মোহাম্মদ মোজাহেদ, শাহেদুল ইসলাম, মোহাম্মদ আজিজুর রহমান; উত্তর ধুরুং ইউনিয়নের হাফিজুর রহমান, লেমশীখালীর আবুল বশর, মোহাম্মদ নাজেম উদ্দিন, এনামুল হক, মোহাম্মদ শরীফ, রবিউল হাছান এবং কৈয়ারবিল ইউনিয়নের ওমর ফারুক, মোহাম্মদ রাশেদুল ইসলাম, আকতার হোছাইন।
কুতুবদিয়া বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, ১৩ নভেম্বর সকালে ট্রলারটি সমুদ্রে যাত্রা করে। কুয়াশায় পথ হারিয়ে ভারতীয় জলসীমায় চলে যাওয়ার পর কোস্টগার্ড তাদের আটক করে।
ট্রলার মালিক নজরুল ইসলাম বলেন, ‘আমার ট্রলার ও ২৮ জন মাঝি-মাল্লাকে ধরে নিয়ে গেছে। এ ব্যাপারে কুতুবদিয়া থানায় লিখিতভাবে জানানো হয়েছে।’
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেন জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমাদের সময়/আরডি