ডিবি হেফাজতে যুবদল নেতা কিবরিয়া হত্যা মামলার আসামির মৃত্যু

অনলাইন ডেস্ক
২১ নভেম্বর ২০২৫, ১৫:৫০
শেয়ার :
   ডিবি হেফাজতে যুবদল নেতা কিবরিয়া হত্যা মামলার আসামির মৃত্যু

রাজধানীর পল্লবী যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া হত্যা মামলায় গ্রেপ্তার মোক্তার হোসেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে মারা গেছেন। শুক্রবার (২১ নভেম্বর) তিনি মারা গেছেন বলে জানিয়েছেন ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে অসুস্থ বোধ করলে মোক্তার হোসনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার পর আবারও তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় তাকে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে খাওয়ার জন্য ডাকলেও সাড়া না পাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 ডিএমপির এ কর্মকর্তা বলেন, এর আগে গত ১৭ নভেম্বর প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে। পরে হত্যা মামলায় শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে নজরুল, মাসুম ও জামান নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তালেবুর রহমান বলেন, গ্রেপ্তার তিনজন ঘটনায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেন এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি মোক্তার হোসেনের কাছে আছে বলে জানান। তাদের তথ্য অনুযায়ী মোক্তার হোসেনকে গ্রেপ্তার করতে গতকাল পল্লবীর একটি গ্যারেজে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে কিল-ঘুষি মারেন। পরবর্তীতে মোক্তারের তথ্য অনুযায়ী একটি রিকশা গ্যারেজ থেকে আট রাউন্ড গুলি উদ্ধার করে ডিবি।

আমাদের সময়/জেআই