‘তোমাকে পাওয়ার জন্য’

বিনোদন সময় প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৫, ০৯:৫১
শেয়ার :
‘তোমাকে পাওয়ার জন্য’

খাইরুল বাসার ও সাদনিমার নতুন নাটক ‘তোমাকে পাওয়ার জন্য’। নির্মাণ করেছেন মারুফ হোসেন সজীব। এটি সম্প্রচার হবে বাংলাভিশনে। নাটকটিতে আরও অভিনয় করেছেন পারভেজ সুমন, বিল্টু শামিম, তুতিয়া জাহান পাপিয়া, আনোয়ার সাই, নাহার নওরিনসহ আরও অনেকে। পারিবারিক সিচুয়েশনাল কমেডি ঘরানার এই নাটকে রয়েছে নানা বাঁক, মজার টানাপড়েন।

নাটকটি নিয়ে অভিনেতা খাইরুল বাসার বলেন, ‘আমরা একটি মজার গল্পে কাজ করেছি। দর্শকরা যাতে কাজটি দেখে আনন্দ পায়, সেই চেষ্টা থেকেই কাজটি করা। আশা করছি আমার অন্য সব কাজের মতো এই কাজটিও দর্শক পছন্দ করবে।’

সাদনিমা বলেন, আমার চরিত্রটি মজার, আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে।’ নির্মাতা মারুফ হোসেন সজীব জানান, দর্শকদের জন্য হালকা মেজাজের অথচ বুদ্ধিদীপ্ত একটি গল্প উপহার দিতেই পুরো টিম আন্তরিকভাবে কাজ করেছে।

এর আগেও আমার ‘আমি এখানেই থাকব’ নাটকটি বাংলাভিশন ইউটিউব চ্যানেলে আলোচিত হয়েছিল। সেই ধারাবাহিকতা ধরে রাখতে আবারও একটি সুন্দর গল্প নিয়ে হাজির হলাম। জানা যায়, শিগগিরই বাংলাভিশন ও ইউটিউব চ্যানেলে নাটকটি সম্প্রচার হবে।