ফিলিস্তিনিদের জীবন আরও দুর্বিষহ /

হলুদ লাইন অতিক্রম করে ইসরায়েলের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক
২১ নভেম্বর ২০২৫, ০৮:৫৯
শেয়ার :
হলুদ লাইন অতিক্রম করে ইসরায়েলের অভিযান

ছবি: সংগৃহীত

উত্তর গাজায় অবরুদ্ধ অবস্থায় রয়েছে ডজন খানেক ফিলিস্তিনি পরিবার। যুক্তরাষ্ট্র-স্বাক্ষরিত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ইসরায়েলি সেনাবাহিনী আরও ভেতরের দিকে অগ্রসর হয়ে অবস্থান নিয়েছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ও ট্যাংকগুলো গাজা সিটির পূর্ব অংশে তথাকথিত “ইয়েলো লাইন”-এর প্রায় ৩০০ মিটার ভেতরে ঢুকে গেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় চলমান গোলাবর্ষণের মধ্যে এসব পরিবারের অনেকের ভাগ্য এখনো অজানা।

দফতরটি আরও জানায়, ইয়েলো লাইনের এই সম্প্রসারণ যুদ্ধবিরতি চুক্তির প্রতি ইসরায়েলের “স্পষ্ট অবজ্ঞা” প্রকাশ করে।

ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া চুক্তিতে ইয়েলো লাইন বলতে সেই অনির্ধারিত সীমানাকে বোঝানো হয়েছে, যেখানে গত মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি সেনারা নিজেদের অবস্থান পুনর্গঠন করেছিল।

এটি ইসরায়েলকে উপকূলীয় এ ভূখণ্ডের অর্ধেকের বেশি অংশে নিয়ন্ত্রণ বজায় রাখতে সহায়তা করেছে। ইসরায়েলি বাহিনী সাধারণত এই লাইনের কাছাকাছি আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালায়।

গাজা সিটি থেকে আল জাজিরার হিন্দ খৌদারি জানিয়েছেন, ইসরায়েলি সৈন্যরা শহরের পূর্ব শুজাইয়া এলাকায় নতুন সীমা দেখাতে হলুদ ব্লক এবং সাইন বসাচ্ছে। কিন্তু পুরো সীমা এখনো চিহ্নিত হয়নি, তাই অনেক ফিলিস্তিনি ঠিক জানে না এটা কোথায়।

এদিকে, বৃহস্পতিবার সকালে গাজার দক্ষিণ শহর খান ইউনিসে ইসরায়েলের বিমান হামলায় পাঁচজন নিহত হয়েছেন।

হাসপাতালের কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। এ নিয়ে প্রায় ১২ ঘণ্টার মধ্যে ফিলিস্তিনি এলাকায় বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩-এ দাঁড়িয়েছে।

আমাদের সময়/এআই