যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সায় জেলেনস্কির
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার আগ্রাসন থামাতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনায় কাজ করতে তিনি প্রস্তুত। তবে ইউরোপের কিছু মিত্র দেশ বলছে যে, মার্কিন-সমর্থিত এই রূপরেখা রাশিয়ার জন্যই বেশি সুবিধাজনক।
বিবিসি ও আল জাজিরা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জেলেনস্কির দপ্তর নিশ্চিত করেছে, তিনি পরিকল্পনার একটি খসড়া পেয়েছেন এবং আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন। যদিও পরিকল্পনার পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হয়নি এবং জেলেনস্কির দপ্তরও এর বিষয়বস্তু নিয়ে সরাসরি মন্তব্য করেনি। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ইতোমধ্যেই তাঁর দেশের জন্য গুরুত্বপূর্ণ মৌলিক নীতিগুলো তুলে ধরেছেন।
জেলেনস্কির দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক সুযোগ এবং শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় মূল পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ২৮ দফার ওই পরিকল্পনায় ইউক্রেনকে কিছু ভূখণ্ড এবং শস্ত্রশক্তি ত্যাগ করতে হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তার বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, এই পরিকল্পনা অনুযায়ী মস্কোকে পূর্ব ইউক্রেনের এমন কিছু অঞ্চল দেওয়া হবে যা বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে নেই। এর বিনিময়ে ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তার জন্য ভবিষ্যতে রুশ আগ্রাসন ঠেকাতে যুক্তরাষ্ট্র নিশ্চয়তা দেবে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
বৃহস্পতিবার রাতের ভাষণে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের প্রয়োজন একটি “যোগ্য শান্তি” এবং এ শান্তি অর্জনের ক্ষেত্রে “ইউক্রেনের জনগণের মর্যাদা” অবশ্যই সম্মানিত হতে হবে।
আমাদের সময়/এআই
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস