জামিন পাননি ভারতের সখিনা, মেয়ের কান্না
ঢাকার সিএমএম আদালতে জামিন শুনানিতে হাজির করা হলেও ভারতের আসামের ৬৮ বছর বয়সী সখিনা বেগম জামিন পাননি। তাঁকে কয়েক মাস আগে আসামের নিজ বাড়ি থেকে আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে ঠেলে দেয় বলে অভিযোগ রয়েছে। পরে মিরপুরে অসহায় অবস্থায় পাওয়া গেলে পুলিশ তাঁকে অবৈধ অনুপ্রবেশের মামলায় আটক করে কারাগারে পাঠায়। বিবিসি
গত সোমবার জামিন শুনানিতে দীর্ঘ শুনানি শেষে আদালত তাঁর জামিন অবেদন নাকচ করেন। আইনজীবীরা জানান, অভিযোগটি জামিনযোগ্য হলেও আদালতের যুক্তি- জামিন পেয়ে তিনি ভারতে ফিরে গেলে মামলার বিচার বাধাগ্রস্ত হতে পারে।
শুনানির ফল জানতে ভারতে থাকা সখিনা বেগমের মেয়ে রাসিয়া বেগম অপেক্ষা করে ছিলেন। আদালতের ভিডিওতে মাকে পুলিশি পাহারায় কোর্টে যেতে দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। জামিন নাকচের খবর পেয়ে আরও শোকাহত হয়ে তিনি দুই দেশের সরকারকে তাঁর মাকে ফিরিয়ে দেওয়ার আবেদন জানান।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এদিকে, আসামের অল বিটিসি মাইনরিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন জানিয়েছে, সখিনা বেগমকে দেশে ফিরিয়ে আনতে তারা গুয়াহাটি হাইকোর্টে হেবিয়াস কর্পাস রিট দায়ের করবে। প্রয়োজন হলে সুপ্রিমকোর্ট ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাতেও যাবে সংগঠনটি। বাংলাদেশে তাঁর আইনজীবীরাও নতুন করে জামিন আবেদন করবেন। আপাতত সখিনা বেগমকে অচেনা দেশে কারাগারেই থাকতে হচ্ছে; আর তিনি কখন দেশে ফিরতে পারবেন, সেটি এখনও অনিশ্চিত।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?