সঙ্গীর হাতে নির্যাতিত এক-তৃতীয়াংশ নারী

আমাদের সময় ডেস্ক
২১ নভেম্বর ২০২৫, ০৮:৫৮
শেয়ার :
সঙ্গীর হাতে নির্যাতিত এক-তৃতীয়াংশ নারী

বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ নারী জীবনে কোনো না কোনো সময়ে স্বামী বা ঘনিষ্ঠ সঙ্গীর হাতে শারীরিক অথবা যৌন সহিংসতার শিকার হয়েছেন। সংখ্যার হিসাবে এর পরিমাণ প্রায় ৮৪ কোটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর আল-জাজিরার

প্রতিবেদনে বলা হয়েছে- গত এক বছরে ১৫ বছর বা তার বেশি বয়সের প্রায় ৩১ কোটি ৬০ লাখ নারী ও মেয়েশিশু নিজের একজন ঘনিষ্ঠ সঙ্গীর হাতে শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছেন। এই সংখ্যা বিশ্বজুড়ে এই বয়সসীমার নারী ও মেয়েশিশুদের প্রায় ১১ শতাংশের সমান।

এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রিয়েসুস বলেছেন, ‘নারীর প্রতি সহিংসতা মানবজাতির ওপর হওয়া প্রাচীনতম এবং সর্বব্যাপী অন্যায়। অথচ এখন পর্যন্ত এ নিয়ে সবচেয়ে কম পদক্ষেপ নেওয়া হয়েছে।’

গেব্রিয়েসুস আরও বলেন, ‘কোনো সমাজই নিজেকে ন্যায্য, নিরাপদ বা সুস্থ বলতে পারে না, যখন তার অর্ধেক জনসংখ্যা ভয়ের মধ্যে বাস করে। এই সহিংসতা শেষ করা কেবল নীতিগত বিষয় নয়; এটি মর্যাদা, সমতা এবং মানবাধিকার-সংক্রান্ত বিষয়। প্রতিটি পরিসংখ্যানের পেছনে এমন একজন নারী বা মেয়ে রয়েছেন, যাঁর জীবন চিরতরে বদলে গেছে।’

২৫ নভেম্বর আন্তর্জাতিকভাবে নারীর বিরুদ্ধে সহিংসতার অবসান দিবস পালিত হবে। জাতিসংঘের ‘নারী ও মেয়েশিশুদের প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবস’কে সামনে রেখে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ২০০০ থেকে ২০২৩ সালের মধ্যে ১৬৮টি দেশের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

নারীর প্রতি সহিংসতা এখনও ‘গভীরভাবে অবহেলিত একটি সংকট’ বলে সতর্ক করেছে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক এ সংস্থা। তারা বলেছে, এ সংকট সমাধানের চেষ্টাও ‘মারাত্মকভাবে অর্থ সংকটে’ পড়েছে।

সংস্থাটি সতর্ক করে বলেছে, বিশেষ করে যেসব নারী ও মেয়েশিশু যুদ্ধক্ষেত্রে বা অন্যান্য ঝুঁঁকিপূর্ণ পরিস্থিতিতে বাস করছেন, তাঁরা ঘনিষ্ঠ সঙ্গীর দ্বারা শারীরিক বা যৌন সহিংসতার শিকার হওয়ার চরম ঝুঁঁকিতে রয়েছেন।