নির্বাচনের আগে প্রশাসনকে তুষ্ট করতে চায় সরকার
নির্বাচনের আগে আমলাদের তুষ্ট রাখার চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। সরকারের উপসচিব থেকে তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তারা সুদমুক্ত গাড়ি কেনার সুবিধা পান। আগে এর পরিমাণ ছিল ৩০ লাখ টাকা। এবার তা বাড়িয়ে ৪৫ লাখ টাকা নির্ধারণ করা হচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে অর্থ বিভাগের সচিবের কাছে।
জানা গেছে, একদিকে অপচয় রোধে বিদেশ সফরসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করছে সরকার; অন্যদিকে প্রশাসনের কর্মকর্তাদের সুদমুক্ত গাড়ি কিনতে ঋণের পরিমাণ বাড়ানোর চিন্তা করছে। এতে নতুন করে গাড়ি কেনায় উৎসাহ জোগানো হচ্ছে; এতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার আরও বাড়বে। নির্বাচনের আগে প্রশাসনের কর্মকর্তাদের বাড়তি সুবিধা দিয়ে খুশি করার নিকট-অতীত দৃষ্টান্ত আছে। তবে অন্তর্বর্তী সরকারের আমলে এ ধরনের সিদ্ধান্ত কতটা জরুরি- এমন প্রশ্ন সামনে আসছে।
সংশ্লিষ্টরা জানান, আমলাদের গাড়ি কেনা সহজ করতে সুদমুক্ত অগ্রিম ঋণ দেওয়ার পরিমাণ বাড়াতে অর্থ মন্ত্রণালয় শিগগির আরেক দফা বৈঠক করবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। নিজেরাই নিজেদের সুবিধা বাড়াতে এ বৈঠক করছেন প্রশাসনের কর্মকর্তারা।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে- গাড়ির বাজারমূল্য বাড়ায় ‘ভালো মানের’ নতুন রিকন্ডিশনড গাড়ি কেনা সম্ভব হচ্ছে না। মাঝারি মানের গাড়ি কিনতেও সিলিংয়ের চেয়ে আরও ১০ লাখ থেকে ১৫ লাখ টাকা বেশি যোগ করতে হয়। অনেক কর্মকর্তা অবহিত করেছেন, এ অতিরিক্ত ব্যয়ের জন্য কর্মকর্তাদের আর্থিক সঙ্গতি থাকে না। সিলিংয়ের কারণে সরকারের পক্ষ থেকে ৩০ লাখ টাকা সুদমুক্ত ঋণ দেওয়া যায়। পরিমাণ আরও বাড়িয়ে ৪৫ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত ঋণ এবং গাড়িসেবা নগদায়ন নীতিমালার আওতায় সুদমুক্ত ঋণের পরিমাণ নিয়ে গত ৮ অক্টোবর বৈঠক করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ওই বৈঠকের সুপারিশ উল্লেখ করে অর্থ বিভাগের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছেÑ
সিডান গাড়ির দাম ৪৫ লাখ টাকা এবং জিপ গাড়ির দাম ৬৫ লাখ টাকা। ২০২৩ সালের ৩১ জুলাই গাড়ির এই দর পুনর্নির্ধারণ করেছিল সরকার।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এ বিষয়ে কয়েক দফা চেষ্টা করেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গণমাধ্যমের সঙ্গে কথা বলতে তিনি আগ্রহী নন বলে তাঁর দপ্তর থেকে জানানো হয়েছে।
তথ্যমতে, প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বলতে সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশক্রমে উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে কমপক্ষে তিন বছর অতিক্রম করেছেন এমন কর্মকর্তা, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব, সচিব/সিনিয়র সচিবকে বোঝায়। এ ছাড়া অধুনালুপ্ত বিসিএস (ইকনমিক) ক্যাডারের যুগ্মপ্রধান বা তদূর্ধ্ব কর্মকর্তা, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক যুগ্মসচিব (ড্রাফটিং) থেকে তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা। কর্মকর্তাদের সুদমুক্ত ঋণের বিশেষ অগ্রিম এবং গাড়িসীমা নগদায়ন নীতিমালার আওতায় সুদমুক্ত ঋণের অর্থে ৫ বছরের মধ্যে প্রস্তুতকৃত সেডান কার/সেলুন/স্টেশন ওয়াগন/এসইউভি /সিইউভি গাড়ি সর্বনিম্ন ১৫০০ সিসি এবং সর্বোচ্চ ২০০০ সিসি কেনার সুযোগ রয়েছে।
এ নিয়ে দুদকের সাবেক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, কর্মকর্তাদের জন্য সুদমুক্ত গাড়ির ঋণের টাকার পরিমাণ বাড়ানো নিয়ে দুটি দিক আছে। যেহেতু এক সময় সরকারের কর্মচারী ছিলাম তাই মন্তব্য করা ঠিক হবে না।