ধামরাইয়ে তারেক রহমানের জন্মদিনে দোয়া মাহফিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ আসর ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের উদ্যোগে ধামরাইয়ে কালামপুর জামে মসজিদ এই দোয়া মাহফিল হয়।
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ৩৭ বছরে ধরে সক্রিয় রাজনীতি করেন। এই সময়ে নিজেকে একজন বিজ্ঞ রাজনীতিবিদ, দক্ষ সংগঠক ও দেশপ্রেমিক জাতীয়তাবাদী ঐক্যের প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করার মধ্যদিয়ে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরবে বলে আমরা বিশ্বাস করি।
পরে তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে অংশ নেন কয়েক হাজার মানুষ।