একযোগে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা ৬ ইউপি সদস্যের
পদত্যাগের ঘোষণা দেওয়া ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ছয়জন সদস্য। ছবি: আমাদের সময়
দিনাজপুরের বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ছয়জন সদস্য একযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বিরল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।
পদত্যাগকারীরা হলেন ফরক্কাবাদ ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রাকিব হাসান রনি, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবু বক্কর সিদ্দিক, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আজিজুর রহমান, ২ নম্বর ওয়ার্ডের সদস্য মমিনুর রশিদ মমিন, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মোজাফ্ফর হোসেন, ৪-৫-৬ নম্বর সংরক্ষিত ওয়ার্ড সদস্য ফাউজিয়া বেগম।
সংবাদ সম্মেলনে তারা বলেন, তারা আগে আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকলেও জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবীত হয়ে দলটি থেকে পদত্যাগ করলেন। ভবিষ্যতে আর কোনো দিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হবেন না। অতীতের কোনো কর্মকাণ্ডের জন্য কেউ ব্যথিত হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করেছেন তারা।
এ সময় কোনো রাজনৈতিক বা প্রশাসনিক চাপের কারণে পদত্যাগ করছেন কি না, সাংবাদিকরা জানতে চাইলে তারা জানান, নিজেদের অনুভূতি এবং জনগণের প্রত্যাশা থেকে আওয়ামী লীগের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
আমাদের সময়/জেআই