নিখোঁজের দুই ঘণ্টার মাথায় মিলল শিশুর ঝুলন্ত মরদেহ, ‘পরিকল্পিত হত্যা’
ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখাঁজর দুই ঘণ্টার মাথায় গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জায়ান মোল্লা (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানাপুলিশ। শিশুটির পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
বৃহস্পতিবার (২০ নভম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নর পাকুড়িয়া গ্রামে শিশুটির বাড়ির পাশে একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
জায়ান উপজলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের গ্রিস প্রবাসী পলাশ মোল্লার ছেলে। শিশুটি স্থানীয় একটি কিন্ডার গার্ডেনে শিশুশ্রেণিতে পড়ালেখা করত।
পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নর পাকুড়িয়া গ্রামে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশু জায়ান স্কুল থেকে বাড়িতে আসার পর নিখোঁজ হয়। জায়ানের মা ও পরিবারর স্বজনরা খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে নিখোঁজের দুই ঘণ্টার মাথায় বাড়ির অদূরে বাগানের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জায়ানকে দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ। শিশুটির পরিবারর দাবি, জায়ানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
শিশুটির মা সিনথিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ছেলে স্কুলে থেকে ফিরে তেঁতুল কুড়াতে গিয়ে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় চান খার বাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাই।’
তিনি আরও বলেন, ‘কত নিষ্ঠুরভাবে আমার বাবাকে মারা হয়েছে। তার পরনের প্যান্ট দিয়ে মুখ বেঁধে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীর ফাঁসি চাই।’
বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটি সন্দেহজনক মনে হচ্ছে। মরদহটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমাদের সময়/আরডি