সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গাইবেন তারা

বিনোদন ডেস্ক
২০ নভেম্বর ২০২৫, ১২:২১
শেয়ার :
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য গাইবেন তারা

সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে আসছে ‘উৎস’। ৫ শতাধিক শিশুর শিক্ষা, আশ্রয় ও সার্বিক উন্নয়নে নিয়োজিত প্রতিষ্ঠানটি। প্রতি বছর একটি সংগীত অনুষ্ঠানের আয়োজন করে তারা; সেখান থেকে আসা অর্থ ব্যবহৃত হয় শিশুদের জন্য। এবার সেই ‘উৎস সন্ধ্যা’য় গাইবেন বাপ্পা মজুমদার ও সোমনুর মনির কোনাল।

আগামীকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে হবে এ অনুষ্ঠান। টিকিফাইতে পাওয়া যাচ্ছে টিকিট। ধরনভেদে টিকিটের মূল্য ৭০০ টাকা থেকে ৪ হাজার টাকা পর্যন্ত।

অনুসারীদের আহ্বান জানিয়ে গায়িকা কোনাল ফেসবুকে লিখেছেন, ‘আপনারা যারা কোনো এক সুবিধাবঞ্চিত শিশুর ভরসা হতে চান, ভূমিকা রাখতে চান কোনো এক শিশুর সুন্দর ভবিষ্যতের সঙ্গে উপভোগ করতে চান কিছু চেনা সুর, চেনা গান, চলে আসুন এই চ্যারিটি ইভেন্টে। সুরের তালে চলুন গড়ি আগামীর ভবিষ্যৎ।’

আয়োজকরা জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে কনসার্ট, চলবে রাত সাড়ে ৯টা পর্যন্ত।

আমাদের সময়/ এসএ