রুশ জাহাজের লেজার ঘটনায় যুক্তরাজ্যের কঠোর হুঁশিয়ারি
রাশিয়ার একটি গুপ্তচর জাহাজ লেজার ব্যবহার করে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) পাইলটদের নজরদারি বিঘ্নিত করার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তিনি ঘটনাটিকে “অত্যন্ত বিপজ্জনক” বলে উল্লেখ করেছেন। হিলি জানান, সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
বিবিসি সূত্রে এ খবর জানা গেছে।
তিনি আরও জানান, ইয়ানতার নামের জাহাজটি স্কটল্যান্ডের উত্তরে অবস্থান করছে এবং গত কয়েক সপ্তাহে এটি এ বছরে দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের জলসীমায় প্রবেশ করেছে।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
হিলি বলেন, ‘যুক্তরাজ্য জাহাজটির ওপর নজরদারি চালিয়ে যাবে এবং ইয়ানতার দিক পরিবর্তন করলে সামরিক প্রতিক্রিয়ার প্রস্তুতিও রয়েছে।’
রাশিয়া ও ভ্লাদিমির পুতিনের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা তোমাদের দেখছি। জানি তোমরা কী করছো। আর ইয়ানতার যদি এই সপ্তাহে দক্ষিণ দিকে অগ্রসর হয়, আমরা প্রস্তুত।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
হিলি জানান, লেজার ব্যবহারের ঘটনাটি ঘটে যখন রয়্যাল নেভির একটি ফ্রিগেট এবং আরএএফ-এর পোসাইডন পি-৮ নজরদারি বিমান জাহাজটিকে পর্যবেক্ষণ করছিল। ধারণা করা হচ্ছে, ঘটনাটি গত দুই সপ্তাহের মধ্যে ঘটেছে।
ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, তিনি রয়্যাল নেভির ‘রুলস অব এনগেজমেন্ট’ পরিবর্তন করেছেন, যাতে ইয়ানতার যুক্তরাজ্যের বিস্তৃত জলসীমায় প্রবেশ করলে নৌবাহিনী আরও ঘনিষ্ঠভাবে জাহাজটিকে অনুসরণ করতে পারে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
আমাদের সময়/এআই