মাদরাসায় শিক্ষক বহিষ্কারকে ঘিরে উত্তেজনা, পরীক্ষা স্থগিত

টঙ্গী প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৫, ০৯:০০
শেয়ার :
মাদরাসায় শিক্ষক বহিষ্কারকে ঘিরে উত্তেজনা, পরীক্ষা স্থগিত

গাজীপুরে টঙ্গীতে অবস্থিত দেশের অন্যতম পরিচিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় তিনজন শিক্ষক বহিস্কারকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ও রোববার (২৩ নভেম্বর) দুই দিন শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করেছে।

বুধবার (১৯ নভেম্বর) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। 

জানা গেছে, মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে আলিম দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থীরা বেতন বৃদ্ধি, অতিরিক্ত পরীক্ষার ফি নির্ধারণের প্রতিবাদে এবং গরীব শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং স্কলারশিপ চালুর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেন। 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলন থামাতে গিয়ে কয়েকজন শিক্ষক তাদের মারধর করেন। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং কিছু ছাত্রের জামাকাপড়ও ছিঁড়ে যায়। এ ঘটনায় জড়িত শিক্ষকদের বাহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। মাদরাসা পরিচালনা পরিষদ সন্ধ্যায় মারধরে জড়িত থাকায় তিন শিক্ষককে বহিষ্কার করা হয়। এতে পরিস্থিতি শান্ত হয়। 

এদিকে বুধবার ওই শিক্ষকের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি শুরু করেন মাদরাসার অন্য শিক্ষকরা। তারা বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পাশাপাশি সকাল থেকে বিজ্ঞান বিভাগের শত শত শিক্ষার্থী একাডেমিক ভবনের নিচে অবস্থান নিয়ে শিক্ষকদের বহিষ্কারাদেশ বাতিলের দাবি তোলেন। 

তাদের অভিযোগ, মঙ্গলবার শিক্ষকদের অবরুদ্ধ করে চাপের মুখে শিক্ষকদের বহিষ্কারে বাধ্য করা হয়েছে। বিকেলে নোটিশ দিয়ে শিশু শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করে মাদরাসা কর্তৃপক্ষ। 

নোটিশে মাদরাসার অধ্যক্ষ ড. হেফজুর রহমান উল্লেখ করেছেন, অনিবার্য কারণবশত শিশু থেকে নবম শ্রেণির সকল পরীক্ষা ২৩ নভেম্বর পর্যন্ত স্থগিত করা হলো। পরদিন থেকে নিধার্রিত রুটিন অনুযায়ী শিশু শ্রেণি থেকে নবম শ্রেণির পরীক্ষা শুরু হবে।

আমাদের সময়/আরআর