নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন, যুবক কারাগারে

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৫, ২১:৩৬
শেয়ার :
নেশার টাকা না পেয়ে বাড়িতে আগুন, যুবক কারাগারে

নেশার টাকা না পেয়ে বসত বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বুধবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

অভিযুক্ত রহমত আলী ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিন গড্ডিমারী ৬নং ওয়ার্ডের আমিনুর ইসলামের ছেলে।

পুলিশ জানান, নেশার টাকা না পেয়ে মঙ্গলমবার দিবাগত রাতে নিজ বাড়িতে আগুন দেয় রহমত আলী। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। বুধবার সকালে রহমতের বাবা আমিনুর ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিঞা বরাবর অভিযোগ করেন। পরে পুলিশ বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করে।

একই দিন বিকেলে ভ্রাম্যমান আদালতে নেশা গ্রহণ ও বাড়িতে আগুন দেওয়ার কথা স্বীকার করেন রহমত আলী। পরে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা।

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী ও সদর থানার ওসি নুরনবী জানান, সাজাপ্রাপ্ত যুবককে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।