মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা
টাঙ্গাইলের সখীপুরে ২৮ বছর বয়সী প্রতিবন্ধী মেয়ে সাজেদা আক্তারকে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন মা শাহনাজ (৬৫)। বুধবার (১৯ নভেম্বর) উপজেলার পাথারপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের কৃষক শামছুল আলমের স্ত্রী শাহনাজ বেগম দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিসসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। দেশের বিভিন্ন হাসপাতলে চিকিৎসা করানো হলেও তেমন কোনো উন্নতি হয়নি। একইসঙ্গে তার ২৬ বছরের মেয়ে সাজেদা আক্তারও গুরুতর অসুস্থ ছিলেন। দীর্ঘদিনের শারীরিক ও মানসিক চাপে মঙ্গলবার দিনগত গভীর রাতে প্রথমে মেয়েকে শ্বাসরোধে হত্যা করেন শাহনাজ বেগম। এরপর নিজে রান্না ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরবর্তীতে স্থানীয়রা খবর দিলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাংগাইল মর্গে পাঠিয়েছে সখীপুর থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।’