নিজেকে নবী দাবি করে ভিডিও প্রকাশ, কারাগারে যুবক
বাগেরহাটের মোংলায় নিজেকে নবী দাবি করে ভিডিও প্রকাশ করেছিল রাসেল ঢালী নামের এক যুবক। বিভ্রান্তি সৃষ্টি করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে মোংলা থানা পুলিশ তাকে আটক করে।
আটক রাসেল ঢালী (৩০) মোংলার সুন্দরবন ইউনিয়নের কামরুল ঢালীর ছেলে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, উপজেলার সুন্দরবন ইউনিয়নের রাসেল ঢালী নামের একজন নিজেকে নবী দাবি করে ভিডিও প্রকাশ করে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তাকে আটক করা হয়। বুধবার দুপুরে তাকে বাগেরহাট কারাগারে পাঠানো হয়।
আমাদের সময়/জেএইচ