বৃদ্ধাশ্রমে যে বাবা-মায়েরা আছেন তাদের উপহার দিতে চাই
সাক্ষাৎকার
চিত্রনায়িকা শবনম বুবলী। আমেরিকায় থেকে কিছুদিন আগে দেশে ফিরে আবারও নিজের পেশাগত কাজ অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। দেশে ফিরেই নতুন একটি সিনেমায় অভিনয় করার কথা জানিয়েছেন। তার আগে শেষ করবেন হাতে থাকা দুটি সিনেমার কাজ। এদিকে আজ বুবলীর জন্মদিন। জন্মদিন ও কাজ নিয়ে কথা হয় তার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন- ফয়সাল আহমেদ
জন্মদিনের আগাম শুভেচ্ছা
ধন্যবাদ। সত্যি বলতে কী, জন্মদিন আসার আগে থেকেই দেশ-বিদেশ থেকে অগণিত ভক্ত-দর্শকের শুভেচ্ছায় সিক্ত হতে থাকি। বিশেষ করে জন্মদিনের দিন এত এত শুভেচ্ছা আসতে থাকে যে প্রত্যেকের শুভেচ্ছা বা ম্যাসেজের আলাদা করে উত্তর দেওয়া খুব কঠিন হয়ে পড়ে। তবে এটা সত্য প্রত্যেকটি ম্যাসেজই আমি মন দিয়ে পড়ি, আমার প্রতি আমার ভক্ত-দর্শকের ভালোবাসা আমাকে আবেগাপ্লুত করে তোলে।
এবার জন্মদিনে কী পরিকল্পনা?
এবারের জন্মদিন পরিবারের সঙ্গেই কাটব। তবে দুপুরে একটি বৃদ্ধাশ্রমে সময় কাটাতে চাই সিনিয়র সিটিজেনদের সঙ্গে। সিনিয়র সিটিজেনদের জন্য কিছু উপহার নিয়ে যেতে চাই। তাদের সঙ্গে কেক কাটা, দুপুরে খাওয়াসহ অনেকটা সময় গল্প-আড্ডায় মেতে থাকতে চাই। মানুষের তো একটাই জীবন। এই এক জীবনে আমি অনেক মানুষের ভালোবাসা, স্নেহ পেয়েছি। কিন্তু বৃদ্ধাশ্রমে যে বাবা-মায়েরা আছেন তাদের হয়তো জীবনে অনেক কিছুই পাওয়ার ছিল, কিন্তু হলো না। আমি না হয় কিছুটা সুন্দর সময় তাদের উপহার দিলাম। আর সেই সব বাবা-মায়ের কাছ থেকে একটু দোয়া নিয়ে এলাম।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
আপনার হাতে থাকা রাশেদা আক্তার লাজুক পরিচালিত সিনেমা শাপলা শালুক-এর কাজের কী অবস্থা?
এই সিনেমায় আমার চরিত্রটি ভিন্ন রকম, যেমনটি আমি করতে চাই। এ রকম চরিত্রে আগে অভিনয় করা হয়নি। ছবির শুটিং শুরু হয়েছিল চলতি বছরের মে মাসে শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার বিভিন্ন লোকেশনে। এখন সিনেমার কিছু দৃশ্যয়ান আর গান বাকি আছে। সেগুলোর কাজই করছি।
অভিনয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে থাকেন?
যে কোনো সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে গল্প, চরিত্র এবং চিত্রনাট্যের বিষয় আমি সব সময় গুরুত্ব দিই। মনে হয়, একটি চরিত্র দিয়ে যদি নিজেকে নতুনভাবে আবিষ্কার করা না যায়, তাহলে অভিনয়শিল্পী হিসেবে সার্থকতা কোথায়? আর আমি এখন ছবি নির্বাচনের ক্ষেত্রেও অনেক সতর্ক, বেছে বেছে কাজ করছি। মনের মতো গল্প না পেলে কাজ করতে রাজি হই না।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
জাহিদ জুয়েলের ‘পিনিক’ সিনেমাটির কাজ শেষ?
কাজ তো শেষ। এখন মুক্তির অপেক্ষা। এই ছবিতে আমি প্রথম নেতিবাচক চরিত্রে অভিনয় করেছি। এমন বুবলীকে এর আগে কেউ দেখেননি। একেবারে নতুন, অন্য রকম একজন। পর্দায় আমাকে দেখার পর যে কেউ চমকে যাবেন! এমনিতে এই ছবির একটি চরিত্র ছাড়া সব কটিই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা-প্রতিশোধের গল্প।
চলতি মাসে আপনি নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন। এতে আপনার নায়ক আদর আজাদ। সহশিল্পী হিসেবে তিনি কেমন?
আজাদ আর আমার নতুন সিনেমার নাম ‘ঢাকাইয়া দেবদাস’। এটি পরিচালনা করবেন জাহিদ হোসেন। এর আগে আজাদের সঙ্গে অভিনয় করেছি ‘তালাশ’, ‘লোকাল’, ‘পিনিক’ ও ‘খেলা হবে’ সিনেমায়। একজন সহশিল্পী হিসেবে তিনি বেশ হেল্পফুল, কো-অপারেটিভ।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা
‘ঢাকাইয়া দেবদাস’ কি পুরোপুরি প্রেমের সিনেমা হতে যাচ্ছে?
মূলত প্রেমের গল্পের সিনেমা। তবে এটিকে শুধু প্রেমকাহিনিও বলা যাবে না। জাতি, ধর্ম, সম্প্রদায়ের ভাষা, সমাজ-সংস্কৃতিভিত্তিক চলচ্চিত্র বিরল। আন্তর্জাতিক ক্ষেত্রে এমন বিষয়ের চলচ্চিত্রের সমাদর যথেষ্ট। সমাজ, ধর্ম, ভাষা ও সংস্কৃতির মেলবন্ধন হচ্ছে পুরান ঢাকা। রয়েছে হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্য ও সব সম্প্রদায়ের সহাবস্থানের গৌরবোজ্জ্বল চিত্র। এখানে সবাই মিলে সাকরাইন, ঈদ, মহররম, নববর্ষ, ব্যবসা-বাণিজ্যের হালখাতা, পূজা-পার্বণ উদযাপন করে। আরও অনেক সংস্কৃতি আছে, যেটা এখনকার প্রজন্মের অনেকেই জানে না। এসব সংস্কৃতিও উঠে আসবে দুটি মানুষের গল্পের মধ্য দিয়ে। থাকবে পুরান ঢাকার তরুণ-তরুণীদের প্রেম-ভালোবাসার ছন্দময় সংগীত।